২৯ শে নভেম্বর বক্তাবলী গনহত্যা দিবসে মাল বাড়ি ভাই ভাই সংগঠনের শ্রদ্ধাঞ্জলি।
১৯৭১ সালের ২৯ শে নভেম্বর কাক ঢাকা ভোরে ঘুমিয়ে ছিলো বক্তাবলী পরগণার সাধারন সহজ-সরল মানুষ। হঠাৎ অতর্কিত হামলা চালায় পাকিস্তানি বাহিনী। পুড়িয়ে দেয় গ্রামের পর গ্রাম সামনে যাকে পায় তাকেই হত্যা করতে থাকে পাকিস্থানি হানাদার বাহিনী। সেদিনের সেই হত্যা যজ্ঞে প্রায় ১৩৯ জন মানুষকে হত্যা করে শহীদ করে পাকিস্তানি হানাদাররা। এর মধ্যে ছিলো ছাত্র,শিক্ষক,কৃষক,নারী,শিশু, শ্রমিক,বৃদ্ধ সহ সকল পেশার মানুষ। গানপাউডার দিয়ে আগুন লাগিয়ে পরগনার প্রায় টি গ্রাম পুড়িয়ে দেয় পাকিস্তানি বাহিনী।স্বাধীনতার পর থেকে এই ২৯ শে নভেম্বরকে শ্রদ্ধা ও তাৎপর্যের সাথে পালন করে বক্তাবলী পরগনাবাসী।
সেই শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে (মঙ্গলবার)২৯ শে নভেম্বর বক্তাবলী পরগণা গনহত্যা দিবস উপলক্ষে কানাইনগর স্কুল এন্ড কলেজ সংলগ্ন স্মৃতি স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বক্তাবলীর আলোচিত সামাজিক সংগঠন মধ্যনগর মালবাড়ি ভাই ভাই সংগঠনের সদস্যরা।
এসময় উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন উক্ত সংগঠনের সভাপতি জাকির হোসেন মাল,সহসভাপতি নুরুল আমিন মাল
রাসেল মাল, মহিউদ্দিন আহমেদ, আফসার মাল,অনিক মাল,আশিক মাহমুদ,হিমেল হিমু,তানভীর মাল,শাওন মাল, সাইদুর মাল,নিশাত,মেশকাত,রাহাত, সহ মধ্যনগর মালবাড়ি ভাই ভাই সংগঠনের প্রায় অর্ধশতাধিক সদস্য।