নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি
নারায়ণগঞ্জ ফতুল্লা থানাধীন কাশিপুর এলাকায়, facebook গ্রুপ মানবিক প্ল্যাটফর্ম, কাশীপুর ব্লাড ডোনেশন গ্রুপের ২য় প্রতিষ্ঠার বার্ষিকী ও ৩য় বর্ষে পদার্পন উপলক্ষ্যে বিনামূল্যে কোরআনে পাখিদের মাঝে রক্তের গ্রুপ নির্নয় কর্মসূচি ও স্বেচ্ছাসেবী মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০শে সেপ্টেম্বর) সকাল ৮ টায় কাশীপুর হোসাইনী নগর সমাজ উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক সোহেল রানার সহযোগিতায় হযরত আবুজর গিফারী (রা:) মাদ্রাসাও হযরত আয়শা সিদ্দিকা (রা:) মহিলা মাদ্রাসায় ৪শত জন কোরআনের পাখিদের মাঝে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয় কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কাশীপুর ব্লাড ডোনেশন কর্মকর্তারা জানান, আমরা অনেক আনন্দিত আজ পবিত্র কোরআন শরীফ সংরক্ষনকারী পাখিদের ফ্রিতে সেবা দিতে পেরে। আমরা সকল সামাজিক সংগঠনের সাথে কাজ করছি। আমরা চাই সকল রক্তযোদ্ধা যারা আগামিতে তারা নিজেরাই ডোনেট খোঁজে এবং রক্তের অভাব যাতে বাংলাদেশে নয় হয় এটাই আমাদের মুল লক্ষ্যে।
এসময় উপস্থিত ছিলেন, আলহাজ্ব মোঃ সোহেল রানা, মোঃ নুরুজ্জামান রনি, মোঃ নাঈম দেওয়ান, মোঃ কামাল হোসেন, মোঃ ইভান, মোঃ সুমন, মোঃ তানভির ইসলাম তালহা, মোঃ ইমন, কাজী মোঃ সোহাগ, মুফতি আব্দুল হান্নান, আলহাজ্ব মোঃ শহিদুল ইসলাম, মোহাম্মদ আলী, সহ অনেকে।