ফতুল্লায় নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের সাবেক উপ সাংস্কৃতিক সম্পাদক, সরকারী তোলারাম কলেজ, ছাত্র সংসদের সদস্য এবং কলেজ ছাত্রলীগের সদস্য মেহেদী হাসান প্রিন্সের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম মৃত্যুবার্ষিকী এবং জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
১৫ আগষ্ট সোমবার দুপুর ২ টার দিকে ফতুল্লার এনায়েতনগরের মুসলিমনগরের আদর্শপাড়া এলাকায় কাঙালী ভোজ এবং দোয়া মাহফিল আয়োজনের মধ্য দিয়ে শোকাবহ দিনটি পালন করা হয়। এসময় এলাকার অসহায় ও দুস্থদের মাঝে খিচুরী বিতরন করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে এনায়েতনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ফতুল্লা থানা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ আসাদুজ্জামান এবং বিশেষ অতিথি হিসেবে ফতুল্লা থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রোটারিয়ান এম এ মান্নান, সাবেক সাংগঠনিক সম্পাদক বদিউল আলম বদুসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
খিচুড়ি বিতরণের আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ ৭৫ এর ১৫ই আগষ্টে নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। এসময় দেশবাসীর কাছে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা এবং নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের জন্য দোয়া কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
কাঙালী ভোজ ও দোয়া মাহফিল শেষে ছাত্রলীগ নেতা মেহেদী হাসান প্রিন্স গনমাধ্যমকে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে আমরা এই স্বাধীন বাংলাদেশ পেতাম না, পেতাম না এই স্বাধীন পতাকা। আজ এই মহান নেতার ৪৭ তম শাহাদাত বার্ষিকীতে আমরা এলাকার গরীব দুখী মানুষের মাঝে খাবার বিতরন করেছি, দেশ ও জাতির কল্যানে দোয়া মাহফিলের আয়োজন করেছি।