ক্যাম্পাসের অভ্যন্তরে অজ্ঞাত ব্যক্তির ছুরিকাঘাতে আহত হয়ে বুলবুল আহমেদ নামে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক শিক্ষার্থী মৃত্যুবরণ করেছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী।
সোমবার (২৫ জুলাই) সাড়ে আটটায় বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আবু হেনা পহিল এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, বিশ্ববিদ্যালয়ের গাজী কালুর টিলায় এই ঘটনা ঘটে।
তিনি বলেন, বুলবুলের শরীরে স্টেপ করার পর প্রচুর রক্তক্ষরণ হয়। প্রথমে তাকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নেয়া হলে সেখানে তার সেন্স পাওয়া যাচ্ছিল না। পরে সেখান থেকে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত অবস্থায় দেখতে পান।
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান বলেন, শিক্ষার্থীকে ছুরিকাঘাত করা হয়েছে, এমন খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে তথ্য অনুসন্ধান করছি। সে কেন টিলায় গিয়েছিল এবং তখন তার সঙ্গে কেউ ছিল কি না, তাও জানার চেষ্টা করছি। এছাড়া কে বা কারা তাকে ছুরিকাঘাত করেছে তা জানার চেষ্টা চলছে বলেও তিনি জানান।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আলমগীর জানান, বুলবুলের লাশ হাসপাতালের মর্গে রয়েছে।