বহুদলীয় গণতন্ত্রে প্রবক্তা, জাতীয়তাবাদী আদর্শের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১ তম শাহাদাত বার্ষিকী পালন অনুষ্ঠানে বিএনপি নেতাদের মাঝে আবারো ঐক্যের ডাক দিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মাসুকুল ইসলাম রাজীব।
৩০ মে সোমবার শহরের মিশনপাড়া এলাকায় আয়োজিত দোয়া ও নেওয়াজ বিতরণ অনুষ্ঠানে সাবেক ছাত্রনেতা ও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এই নেতা নারায়ণগঞ্জ জেলা এবং মহানগর বিএনপি এবং অঙ্গসংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। এসময় শেখ হাসিনার ফ্যাসীবাদী সরকারকে হটিয়ে সুষ্ঠু নির্বাচনে বাধ্য করতে নেতাকর্মীদের মধ্যে একাতার কোনো বিকল্প নেই বলে অভিমত দেন তিনি।
এদিকে শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকী উপলক্ষে ভিপি রাজীব আয়োজিত দোয়া মাহফিলে অংশ গ্রহন করতে দুপুর থেকেই অনুষ্ঠানস্থলে নারায়ণগঞ্জের বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের ঢল নামে। একে একে আসতে থাকে জেলা ও মহানগর বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ। দোয়া ও নেওয়াজ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত হন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি, সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদ, মহানগর বিএনপির সিনিয়র সহ- সভাপতি এড. সাখাওয়াত হোসেন খান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু, যুগ্ম সম্পাদক আওলাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক এড.আবু আল ইউসুফ খান টিপু, ফতুল্লা থানা বিএনপির আহ্বায়ক জাহিদ হাসান রোজেল, কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য সাদেকুর রহমান সাদেক, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মমতাজ উদ্দিন মন্তু, সদস্য সচিব মনিরুল ইসলাম সজল, যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন মন্টি, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সদস্য রিয়াদ মোহাম্মদ চৌধুরী, আনোয়ার সাদাত সায়েম, এস এম শৈবাল হোসেন, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম ভূঁইয়া, সহ-সম্পাদক খায়রুল কবির মুন্না, আঃ জব্বার, আইন বিষয়ক সম্পাদক এড. সারোয়ার জাহান, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সাখাওয়াত ইসলাম রানা, জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ভূঁইয়া, সহ- সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মঈনুল হাসান রবিন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি শাহাজাদা আলম রতন, রুবেল হোসাইন, জেলা ছাত্রদল নেতা সামাউন ইসলাম স্বর্না, মহানগর ছাত্রদলের সভাপতি সাহেদ আহমেদ, সাধারণ সম্পাদক মমিনুর রহমান বাবু, সহ- সভাপতি নাসিম পারভেজ অন্তু, সহ-সভাপতি হামিদুর রহমান সুমন, সহ- সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন রছি, জেলা স্বেচ্ছাসেবক দলের নাট্য বিষয়ক সম্পাদক মাসুদ রানা, সদস্য রুবেল কিবরিয়া, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম সরকার, ছাত্রদল নেতা মো. রিফাত, মো. শোভন, নাজমুল হাসান রাব্বি, মো. সুজন প্রমুখ আরো অনেকে।
শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীর অনুষ্ঠানে নারায়ণগঞ্জের বিএনপির প্রায় সকল নেতৃবৃন্দ উপস্থিত হওয়ার বিষয়টি পুরো জেলা জুড়েই আলোচনার কেন্দ্র বিন্দুতে পরিনত হয়। নারায়ণগঞ্জের প্রায় সবগুলো ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় সংবাদটি গুরুত্ব সহকারে প্রকাশিত ও প্রচারিত হয়েছে। জেলা ও মহানগরের বিভিন্ন এলাকায় শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীর অনুষ্ঠানগুলোতে যেখানে স্পষ্ট বিভক্তি দেখা গেছে সেখানে ভিপি রাজীবের আহবানে জেলা ও মহানগরের প্রায় সব শীর্ষ নেতৃবৃন্দ একই অনুষ্ঠানে একই টেবিলে বসে তোবারক খেয়েছে, বিষয়টি শুধু বিএনপির কর্মীরাই নয় অন্যান্য দলের নেতাকর্মীরা গুরুত্বের সাথে বিবেচনা করছে।
অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মাসুকুল ইসলাম রাজীব ঐক্যবদ্ধ বিএনপির ব্যাখ্যা দিতে গিয়ে বলেন, বর্তমান স্বৈরাচারী সরকার কখনই সুষ্ঠু নির্বাচন দিবে না, দেশের পট পরিবর্তন দেখতে বাংলাদেশের মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে। বিএনপির নেতাকর্মীদেরই এই অবৈধ সরকারকে হটাতে হবে, এজন্য কর্মীদের সুসংগঠিত রাখতে আগে নেতাদের সকল বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হতে হবে। দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তি এবং তারেক রহমানকে দেশে ফেরত আনার আন্দোলনকে বেগবান করতে ঐক্যবদ্ধ বিএনপির কোনো বিকল্প নেই। ভবিষ্যতে বিএনপির নেতাকর্মীদের ঐক্য আনতে আরো কাজ করবো।