বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, জাতীয়তাবাদী আদর্শের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১ তম শাহাদাৎ বার্ষিকীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, ফতুল্লা থানা শাখার পক্ষে গভীর শ্রদ্ধান্জলী জানিয়েছেন মোঃ কাউসার উল আলম।
কাউসার উল আলম এক বিবৃতিতে জানান, শহীদ জিয়া আমাদের আদর্শ, খালেদা জিয়া ও তারেক রহমান আমাদের অনুপ্রেরণা আর বিএনপি আমাদের রাজনৈতিক দল। তাই বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকী যথাযথ মর্যাদায় পালনের পাশাপাশি সকলকে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা ও ফতুল্লা থানা বিএনপির আহবায়ক কমিটির সদস্য রিয়াদ মোঃ চৌধুরী, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাকির হোসেন রবিন এবং যুগ্ম-আহবায়ক আমিনুল হাসান লিটনের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার জন্য ফতুল্লার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানাই।
উল্লেখ্য, ৩০ মে শহীদ জিয়ার ৪১ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ফতুল্লার বিভিন্ন এলাকায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। দোয়া মাহফিলে শহীদ জিয়ার আত্নার মাগফেরাত কামনা, খালেদা জিয়াসহ জিয়া পরিবারের সকলের সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হবে জানা গেছে।