বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, জাতীয়তাবাদী আদর্শের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১ তম শাহাদাৎ বার্ষিকীতে গভীর শ্রদ্ধান্জলী জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি, সরকারি তোলারাম কলেজের সাবেক ভিপি এবং জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুকুল ইসলাম রাজীব।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির বর্তমান কমিটির সদস্য হিসেবে দায়িত্বরত সাবেক এই ছাত্রনেতা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকী যথাযথ মর্যাদায় পালনের পাশাপাশি বর্তমান ফ্যাসীবাদী ও অবৈধ সরকারের বিরুদ্ধে দূর্বার আন্দোলন গড়ে তোলার জন্য সকলকে ঐক্যবদ্ধ থাকার জন্য নারায়ণগঞ্জের বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন। এসময় মাসুকুল ইসলাম রাজীব বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং দেশনায়ক তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনাসহ শেখ হাসিনার সরকারের পতনের দাবীতে নেতাকর্মীদের রাজপথে সোচ্চার থাকার আহবান জানিয়েছেন।
উল্লেখ্য, ৩০ মে শহীদ জিয়ার ৪১ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ভিপি রাজীবের উদ্যোগে নগরীর মিশন পাড়ায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। দোয়া মাহফিলে শহীদ জিয়ার আত্নার মাগফেরাত কামনা, খালেদা জিয়াসহ জিয়া পরিবারের সকলের সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হবে জানা গেছে।