মহিউদ্দিন লিমন আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ- বরগুনা আমতলী উপজেলার আড়পাঙ্গাসিয়া ইউনিয়নের উত্তর তারিকাটা থেকে (১০৫) একশত পাঁচ পিস ইয়াবাসহ মিন্টু মুসল্লী (মন্টু) নামে এক মাদকবিক্রেতাকে আটক করেছে পুলিশ।
শনিবার (২৮মে) দুপুর ১.১৫ মিনিটের সময় তাকে আটক করা হয়। মিন্টু মুসল্লী (মন্টু) বরগুনা সদর উপজেলার কদমতলা এলাকার বাসিন্দা মৃত্যু হাফেজ মুসল্লীর ছেলে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ. কে.এম মিজানুর রহমান শিক্ষা তথ্য’কে জানান, গোপন সংবাদের ভিত্তিতে এস.আই শুভ বাড়ৈ, এস.আই করুন চন্দ্র বিশ্বাস, এস.আই সজীব মন্ডল, এ.এস.আই সোহরাব সঙ্গীয় ফোর্স নিয়ে আমতলীর আড়পাঙ্গাসিয়ার উত্তর তাড়িকাটা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার দেহ তল্লাশী করে এক শত পাঁচ পিস ইয়াবা জব্দ করা হয়।
মিন্টু মুসল্লীর নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা প্রক্রিয়াধীন।