অদ্য রোজঃ শুক্রবার, ইসলামী আন্দোলন বাংলাদেশ ফতুল্লা থানা শাখার সভাপতি জননেতা মুহাম্মাদ শফিকুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি আলহাজ্ব মুহাম্মাদ আমানুল্লাহ এর সঞ্চালনায় “কর্মী সম্মেলন” অনুষ্ঠিত হয়, উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখার আহবায়ক জননেতা মাওলানা দ্বীন ইসলাম।
.
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,
ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে করে, কোনো দলীয় সরকারের অধীন সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। বিগত কয়েকটি জাতীয় নির্বাচন ও স্থানীয় নির্বাচনে এটা বারবার প্রমাণিত হয়েছে।
.
তিনি আরো বলেন,
আগামী সংসদ নির্বাচন ইভিএমে ভোট গ্রহণ নিয়ে আলোচনা আছে। এ নিয়ে চরমোনাইয়ের পীর বলেন, ইভিএম আন্তর্জাতিকভাবে প্রত্যাখ্যাত। আর ইভিএমের মাধ্যমে সারা দেশে ভোট অনুষ্ঠিত হবে—এমন কথা প্রধানমন্ত্রী ঘোষণা দেওয়ার এখতিয়ার রাখেন না। নির্বাচন কোন প্রক্রিয়ায় অনুষ্ঠিত হবে, তা নির্ধারণ করবে নির্বাচন কমিশন। দেশের রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতেই নির্বাচন কমিশন তা ঠিক করবে—এটাই জনগণের প্রত্যাশা।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের এক যৌথ সভায় বলেছেন, তাঁদের দল ৩০০ আসনেই ইভিএম চায়। আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের বক্তব্যেও প্রমাণিত হয়, তাদের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে না।
.
সভাপতির বক্তব্যে শফিকুল ইসলাম বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এদেশের গণমানুষের জন্য কাজ করে যাচ্ছে, এদেশের মানুষ এখন বুঝতে পারছে ইসলামী আন্দোলন বাংলাদেশের মাধ্যমে দেশের বর্তমান নৈরাজ্যকর পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব।
.
তিনি আরো বলেন, দেশের গণমানুষের কল্যাণে ইসলামী আন্দোলন বাংলাদেশের সকল কর্মীদের বিশেষ ভূমিকা পালন করতে হবে।
.
উক্ত কর্মী সম্মেলনে কর্মীদের দক্ষতা ও যোগ্যতা সম্পন্ন কর্মী হয়ে ইসলাম, দেশ ও মানবতার জন্য কাজ করার আহবান জানান বক্তারা।
.
কর্মী সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ফতুল্লা থানার সিনিয়র সহ সভাপতি জননেতা মুহাম্মাদ ওমর ফারুক, সহ সভাপতি মুহাম্মাদ জাহাঙ্গীর কবির, জয়েন্ট সেক্রেটারি আলহাজ্ব শাহজাহান বেপারী, সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ জুবায়ের হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মাদ মামুনুর রশীদ সহ প্রমুখ দায়িত্বশীলবৃন্দ।