আনোয়ারুল ইসলাম, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায়, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)সদস্যদের মাদক উদ্ধারের বিশেষ অভিযানে ১,০৫০(এক, হাজার পঞ্চাশ) পিচ ইয়াবা ট্যাবলেট সহ-এক মাদক ব্যবসায়ীকে আটক করেন।
জানা যায়,সাইদুল ইসলাম দীর্ঘদিন যাবত এই মাদকদ্রব্য ব্যাবসা করেন আসছেন।
আজ (২৪ মে) মঙ্গলবার জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ আব্দুর রহমানের নেতৃত্বে,মাদক উদ্ধার কারি একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে সকাল ০৯ ঘটিকার দিকে এই অভিযান চালান।
বাড়ি তল্লাশি চালিয়ে ১,০৫০ (এক,হাজার পঞ্চাশ)পিচ ইয়াবা ট্যাবলেট সহ-মোঃ সাইদুল ইসলাম (২৬) কে ঘটনাস্থলেই আটক করে ডিএনসিসির অভিযান টিমের সদস্যরা।
আটককৃত আসামী মোঃ সাইদুল ইসলাম এর বাড়ী নাওডাঙ্গা ইউনিয়নের গজের কুটি গ্রামে। তার পিতা মোঃ আব্দার আলীর (৫০)।
আব্দার আলী জানান, আমি কখনই জানতাম না আমার ছেলে এই ব্যাবসার সাথে জড়িত ছিলো।
জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ আব্দুর রহমান জানান,আটক ঐ মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে, ফুলবাড়ী থানায় নিয়মিত মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।