সিলেট প্রতিনিধি : গোলাপগঞ্জের বাঘা বাঁচাতইল হাওরের পানিতে প্লাস্টিকের ব্যাগে মুড়ানো এক নবজাতকের লাশ উদ্ধার করল পুলিশ৷ রোববার (১৫ মে) সকাল সাড়ে ১০টায় উপজেলার বাঘা ইউনিয়নের কালাকোনা গ্রামে একটি দোকানের পিছন থেকে মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, উপজেলার বাঘা ইউনিয়নের কালাকোনো বাঁচাতইল হাওরের পানিতে ভেসে আসে এই অজ্ঞাত নবজাতক মেয়ে শিশুর মরদেহ। স্থানীয়রা সকাল ১০ টার দিকে পানিতে একটি প্লাস্টিকের ব্যাগ ভেসে আসতে দেখেন। এসময় তারা ব্যাগটি ডাঙ্গায় তুলে খুলে দেখেন অজ্ঞাত মেয়ে শিশুর মরদেহ। পরে পুলিশকে খবর দিলে তারা গিয়ে মরদেহটি উদ্ধার করে। উদ্ধার হওয়া শিশুটির মরদেহ মর্গে প্রেরণ করা হয়েছে।
এব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক এসআই ফয়জুল করিম বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, লাশটি উদ্ধার করে মর্গে প্রেরন করা হয়েছে। নবজাতকের লাশটি অজ্ঞাত। আমরা পরিচয় সনাক্ত করতে আইনী কার্যক্রম চালিয়ে যাবো।