নারায়ণগঞ্জের ফতুল্লায় আল আমিন হোসেন আলভীর নেতৃত্বাধীন আমতলা অন্যরকম বয়েজের উদ্যোগে ২০০ শ জন অসহায়, দুস্থ ও নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরন করা হয়েছে।
৩০ এপ্রিল শনিবার বিকালে ফতুল্লার এনায়েতনগরের আমতলার অন্যরকম বয়েজের নিজস্ব কার্যালয়ে এই ঈদ সামগ্রী বিতরন করা হয়েছে।
এসময় ফতুল্লা থানা যুবলীগনেতা ও অন্যরকম বয়েজের মুখমাত্র আল আমিন বলেন, আমরা প্রায়ই অসহায় মানুষের মাঝে বিভিন্ন ত্রাণ সহায়তা দিয়ে থাকি। এবার দ্রব্যমুল্যের উর্ধ্বগতির কথা চিন্তা করে আমরা সেমাই চিনি দেয়ার সিদ্ধান্ত নিয়েছি, ভবিষ্যতে মানুষের কল্যানে আরো নিবেদিত প্রাণ হয়ো কাজ করতে চাই।
এসময় অন্যরকম বয়েজের সুমন, মিলিম, লিটু, বিল্লাল, তারেক, মামুন, রানা ছাড়াও এলাকার গন্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।