নারায়ণগঞ্জের ফতুল্লায় ২০০ জন অসহায়, দুস্থ ও নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরন করেছে সামাজিক ও সমাজ কল্যান মুলক সংগঠন ধর্মগন্জ সমাজ উন্নয়ন সংসদ।
১লা মে রবিবার সকাল সাড়ে দশটার দিকে ফতুল্লার এনায়েতনগরের ঢালীপাড়া বাইতুল ক্বারার জামে মসজিদ ও সংগঠনের নিজস্ব কার্যালয় থেকে একযোগে এইসব ঈদ সামগ্রী বিতরন করা হয়।
এসময় সংগঠনের উপদেষ্টা দেলোয়ার হোসেন, নুরুল আমিন, আবু কালাম আবুসহ আরো গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সংগঠনের সভাপতি মোশাররফ হোসেন বাদল, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর বেপারী, প্রতিষ্ঠাতা সদস্য ফয়সাল হোসেন শেখের সার্বিক তত্বাবধানে স্লিপধারী ব্যক্তিদের মাঝে সেমাই, চিনি বিতরন করা হয়েছে।
সেমাই চিনি পেয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে ধর্মগন্জ সমাজ উন্নয়ন সংসদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন, সেই সাথে সংগঠনের সদস্যদের জন্য দোয়া করেন।
ঈদ সামগ্রী বিতরন শেষে সংগঠনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর বেপারী সদস্য, প্রতিষ্ঠাতা সদস্য, উপদেষ্টা মন্ডলীসহ সকলকে ধন্যবাদ জানিয়ে মানবসেবায় আরো কর্মসূচি গ্রহনের জন্য সমাজের বিত্তবানদের সহায়তা চান।
এসময় আইয়ুব হোসেন, দেলোয়ার, জাকির, রাজু, মানিক, মোক্তার, রশিদ ভুইয়া, শিপনসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।