দক্ষিণ আফ্রিকার ইস্টার্ণকেপ প্রদেশের ইস্ট লন্ডন শহরের অদুরে আইডুচুয়া এলাকায় দীর্ঘদিন থেকে বসবাসকারী বিশিষ্ট ব্যবসায়ী শফিকুল ইসলামের বিরুদ্ধে তার খালাতো ভাই নবীর হোসেন ফাহিম কর্তৃক মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন।
আজ (২৫ এপ্রিল) জোহানেসবার্গের ফোর্ডসবার্গস্থ একটি কমিউনিটি হলে শফিকুল ইসলামের পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগি শফিকুল ইসলাম। তার সাথে উপস্থিত ছিলেন উনার স্ত্রী ও দুই সন্তান।
সংবাদ সম্মেলনে বিভিন্ন মিডিয়ার কর্মীবৃন্দ ছাড়াও ইস্টার্ণকেপ প্রদেশ বাংলাদেশ পরিষদ অর্গানাইজেশনের সভাপতি আব্দুল মজিদ প্রান্তিক, মুক্তবাংলা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শফিকুল ইসলাম, কমিউনিটি নেতা কাজল মিয়া, ইব্রাহিম সোহাগ, আমিনুল ইসলাম প্রমুখ।
সংবাদ সম্মেলনে শফিকুল ইসলাম বলেন, গত ২৭ ডিসেম্বর তার খালাতো ভাই নবীর হোসেন অপহরণকে কেন্দ্র করে ঘটনার ৪ মাস পর তার বিরুদ্ধে অপহরণে জড়িত থাকার মতো জঘন্য মিথ্যাচার ও বানোয়াট তথ্য প্রচার করা হচ্ছে; এহেন অপকর্মের সাথে তার নুন্যতম সম্পর্ক নেই জানিয়ে তিনি বলেন, নবীর হোসেনকে উদ্ধারে তিনি অর্থ ও শ্রম দিয়ে কাজ করেছেন। তিনি বর্তমানে তার পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং ষড়যন্ত্রকারীরা তাকে ব্যক্তিগত ও ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্থ করতে উঠেপড়ে লেগেছে।