আনোয়ারুল ইসলাম, ফুলবাড়ি (কুড়িগ্রাম)
কুড়িগ্রামের ফুলবাড়ীতে গোপন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশ কুড়িগ্রামের মাদক বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে ডিবি পুলিশ কুড়িগ্রাম ৭৫ বোতল ফেন্সিডিলসহ একজন কে আটক করেন।
আজ সোমবার (২৪ এপ্রিল) ফুলবাড়ী উপজেলার বালারহাটে সন্ধায় বিশেষ গোপন সংবাদ পেয়ে এই অভিযান চালানো হয়। আটককৃত আসামী হলেন মোঃ মোস্তাফিজুর রহমান (২৫)।
মোস্তাফিজুর রহমান ছিলেন একজন পেশাদার ডিস-লাইন ব্যবসায়ী।
মোস্তাফিজুরের বাবা মোঃ আমিনুল ইসলাম (৪৫) বলেন, আমার ছেলে ডিসের কাজ করে। সে কখনো এমন কাজ করতে পারে না। সে মাদকের সাথে কখনোও জড়িত ছিল না। সেখানে উপস্থিত সাধারণ জনগনও একই কথা বলেন। ডিবি পুলিশ জানান,তিনি বহুদিন ধরে এই ব্যবসার সাথে জড়িত। কিন্তু আজকে গোপন সংবাদ পেয়ে সন্ধা ৬টা ১০ মিনিটে বালারহাটে তাকে আটক করলে মোস্তাফিজুর ডিবি পুলিশের সামনে তার অপরাধ স্বীকার করেন। এবং তার লুকানো ৭৫ বোতল ফেন্সিডিল বালারহাট বাবু মার্কেটের পিছনে একটি পরিত্যক্ত জায়গা থেকে বের করেন।
আটক মাদক ব্যবসায়ী বিরুদ্ধে নিয়মিত মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়।