জাতীয় বিতর্ক সংগঠন ডিবেট বাংলাদেশ আয়োজন করে বিতার্কিক সম্মাননা ও ইফতার মাহফিল। গত বৃহস্পতিবার বিকালে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জাতীয় বিতার্কিক, উপদেষ্টা ও সহযোগী সংগঠনের প্রতিনিধিরা এতে অংশ নেয় । সম্মাননা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি আব্দুর রউফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য ড. সাইয়েদ কামাল উদ্দীন আব্দুল্লাহ জাফরী। ঢাকা বিশ্ববিদ্যালয় ফার্মেসী বিভাগের সাবেক ডিন এবং মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাবেক ভিসি অধ্যাপক চৌধুরী মাহমুদ হাসান। জনপ্রিয় ইসলামি বক্তা মাওলানা সাদিকুর রহমান আল আজহারী।
এছাড়া আরও উপস্থিত ছিলেন ডিবেট বাংলাদেশের উপদেষ্টা জাহিদুল ইসলাম, আশিকুর রহমান, কামরুল হাসান ও ডিবেট বাংলাদেশের সাবেক সভাপতি তাহসিন রিয়াজ।
অনুষ্ঠানে সারাদেশ থেকে বাছাইকৃত প্রায় অর্ধশতাধিক বিতার্কিকদের সম্মাননা প্রদান করা হয়।