কলমাকান্দায় কেন্দ্রীয় যুবলীগ সদস্যের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
আব্দুর রশিদ কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধিঃ নেত্রকোণার কলমাকান্দায় কেন্দ্রীয় যুবলীগের সদস্য রোটারিয়ান আতাউর রহমান খান আঁখির এর পক্ষ থেকে বাৎসরিক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ এপ্রিল) উপজেলার কৈলাটি ইউনিয়নের পাগলা বাজারে জননেতা এ.আর.খান আঁখির ভাই ফ্যান ক্লাব এর আয়োজনে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা চন্দন বিশ্বাস, কেন্দ্রীয় যুবলীগের সদস্য রোটারিয়ান আতাউর রহমান খান আঁখির, উপজেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সদস্য ও কৈলাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন।এছাড়াও উপস্থিত ছিলেন দূর্গাপুর-কলমাকান্দা উপজেলার বিভিন্ন ইউনিয়নের আওয়ামীলীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।