সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের আয়োজনে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান
নারায়নগঞ্জে কালেক্টরেট রিক্রিয়েশন ক্লাবের আয়োজনে বিনামূল্যে চক্ষু সেবা দেওয়া হয়েছে। আজ সোমবার ১৮ই এপ্রিল সকাল ১০ টা থেকে দুপুর ২টা পর্যন্ত চক্ষু সেবা প্রধান করেন।
দিনব্যাপী পুরাতন কোর্ট এলাকায় স্থানীয় শতাধিক মানুষের চক্ষু পরীক্ষা করা হয় বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ অস্থায়ী ক্লাব প্রাঙ্গনে।
সকালে এই চক্ষু ক্যাম্পের উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলার সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন।
এই চক্ষু ক্যাম্পে অংশ নেওয়া সব রোগীকে বিনামূল্যে চিকিৎসাপত্র, ওষুধ, চশমা বিতরণ করা হয়।
নারায়নগঞ্জের ইসলামিয়া চক্ষু হাসপাতাল চিকিৎসক লোকনাথ, নার্স, কর্মকর্তা-কর্মচারীদের ১২ জনের একটি দল বিনামূল্যে চক্ষু সেবা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেন।
আগামীতে বাছাই করা রোগীদের পর্যায়ক্রমে চোখের ছানি অপারেশন করার সার্বিক সহযোগিতা করবেন তারা।
বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ নারায়নগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মোফাজ্জল হোসেন,সহ-সভাপতি মোঃ কামরুল হাসান, সাধারণ সম্পাদক মোঃ মীর মোজাম্মেল হক,যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ আওলাদ হোসেন, দপ্তর সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, অর্থ সম্পাদক আব্দুর রহমান, সহ-মহিলা বিষয়ক সম্পাদক শিল্পী রানী।