কলমাকান্দায় মহা অষ্টমীর স্নান
আব্দুর রশিদ কলমাকান্দা (নেত্রকানা) প্রতিনিধিঃ
ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার উব্দাখালী নদীতে (মল্লিকের চরে) হিন্দু ধর্মাবলম্বীদর মহা অষ্টমী পুণ্যস্নান সম্পন হয়েছে। শনিবার উব্দাখালী নদীর মল্লিক বাড়ির চরে পাপ মোচন সকাল সাতটা থেকে শুরু হয়। এ নদীর ঘাটে হাজার পুণ্যার্থীর ঢল নামে। এছাড়া এ উপলক্ষে কালীমন্দির প্রাঙ্গণে তিনদিনব্যাপী শুরু হয়েছে হরিণাম সংকীর্ত্তণ। বসেছে বিভিন পণ্যের মেলা।
আয়োজক কমিটির সভাপতি ক্ষিতিশ চদ্র মল্লিক জানান, আমরা ১২ বছর ধরে এখানে মহা অষ্টমী উপলক্ষে নানা আয়োজন করে থাকি। প্রতি বছরের মতো এবারও বিভিন এলাকা থেকে প্রায় পনের হাজার সনাতন ধর্মাবলম্বী পুণ্যার্থীরা অষ্টমী স্নান মেলায় আসেন।