জাতীয় কৃষক পার্টি ময়মনসিংহ জেলা শাখার মহিলা বিষয়ক সম্পাদক নির্বাচিত ফাতেমা বেগম।।
মোহাম্মদ ছালাহ্ উদ্দিন উজ্জ্বল বিশেষ প্রতিনিধিঃ
জাতীয় কৃষক পার্টি ময়মনসিংহ জেলা কমিটির মহিলা বিষয়ক সম্পাদক মনোনীত হয়েছেন ময়মনসিংহের নারী বান্ধবনেত্রী ফাতেমা বেগম। তিনি এর আগে ময়মনসিংহে পল্লীবন্ধু পরিষদ সহ জাতীয় পার্টির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃত্বে থেকে দলের সাংগঠনিক কার্যক্রম চালিয়ে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা পল্লীমাতা বেগম রওশন এরশাদ এমপি মহোদয়, জনতার বন্ধু ও জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের এর নেতৃত্বে
দলকে সুসংগঠিত ও শক্তিশালী সংগঠনে পরিণত করতে ভূমিকা রাখেন।
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও খুলনার অতিরিক্ত মহাসচিব জাতীয় পার্টি এবং জাতীয় কৃষক পার্টির সভাপতি, চ্যানেল T1 এর উপদেষ্টা সাহিদুর রহমান টেপা ও জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এবং জাতীয় কৃষক পার্টি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এবি এম লিয়াকত চাকলাদার সাক্ষরিত অনুমোদিত কমিটি জাতীয় কৃষক পার্টি ময়মনসিংহ জেলা শাখার নির্বাচিত সভাপতি রুবেল আলী এসডি রুবেল এই তথ্য নিশ্চিত করেছেন।
এ বিষয়ে ফাতেমা বেগম বলেন, আমাকে জাতীয় কৃষক পার্টি ময়মনসিংহ জেলা কমিটির মহিলা বিষয়ক সম্পাদক হিসেবে মনোনীত করায় পার্টির চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট সবার প্রতি আমি কৃতজ্ঞ। আগামী দিনগুলোতে পার্টির সাংগঠনিক কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার জন্য এবং নেতাকর্মীদের সংগঠিত করার জন্য সর্বোচ্চ কর্মতৎপরতা চালিয়ে যাবেন বলেও প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি।