আনোয়ারুল,ফুলবাড়ী কুড়িগ্রাম।
বাংলাদেশের বেসরকারি সংস্থাগুলোর মধ্যে অন্যতম একটি সংস্থা হলো সৌহার্দ্য।সৌহার্দ্য সংস্থা সামাজিক উন্নয়নমূলক সকল ধরনের কাজে সর্বদাই নিয়োজিত। সামাজিক উন্নয়নমূলক কাজের পাশাপাশি সেবামূলক কাজেও কমতি নেই তাদের।বিভিন্ন জয়গায় বিভিন্নভাবে সামাজিক সচেতনতা ও উন্নয়নমূলক প্রোগ্রাম করে থাকেন সংস্থাটি।
আজ ২৮ মার্চ( সোমবার) কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার বালারহাট বাজারে ইউনিয়ন পরিষদ মাঠে সৌহার্দ্য।।। কতৃক “নিরাপদ পানি ও স্যানিটেশন (ওয়াশ) মেলা ২০২২ সারাদিনব্যাপী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপ-সহকারী প্রকৌশলী,জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, ফুলবাড়ী,কুড়িগ্রাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জনাব মোঃ আবদুল হানিফ, অধ্যক্ষ,নাওডাঙ্গা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ। মোঃ মনিরুজ্জামান সরকার,অধ্যক্ষ(ভারপ্রাপ্ত), বালারহাট আদর্শ স্কুল এন্ড কলেজ, নাওডাঙ্গা, ফুলবাড়ী,কুড়িগ্রাম।
উক্ত অনুষ্ঠানে সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন, মোঃ হাসেন আলী,চেয়ারম্যান, নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদ, ফুলবাড়ী,কুড়িগ্রাম।
অনুষ্ঠানটির আয়োজক হিসাবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন “সৌহার্দ্য।।। কর্মসূচী,এমজেএসকেএস,ফুলবাড়ী উপজেলা অফিস,ফুলবাড়ী,কুড়িগ্রাম।
সার্বিক সহযোগিতায় ছিলেন,সৌন্দর্য।।। কর্মসূচি,কেয়ার বাংলাদেশ, রিজিওনাল অফিস,রংপুর এবং অনুষ্ঠানটির অর্থায়নে ছিলেন, ইউএসএআইডি এবং গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।
অনুষ্ঠানটিতে মোট ১০ টি স্টল অংশগ্রহণ করেন।নাওডাঙ্গা ইউনিয়নের সকল সৌহার্দ্যের কর্মী এবং জনসাধারণের উপস্থিতিতে অনুষ্ঠানটি পরিচালিত হয়।অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামীলীগ নাওডাঙ্গা ইউনিয়ন শাখার সভাপতি ও চেয়ারম্যান গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
তিনি বলেন, পানির অপর নাম জীবন।পানি আমাদের নিত্য প্রয়োজনীয়। কিন্তু সেটা যদি বিশুদ্ধ পানি না হয় সেটা হবে মৃত্যুর কারণ। তাই আমাদের সর্বদাই নিরাপদ পানি পান করতে হবে এবং নিরাপদ পানি পান করতে সচেতনতা তৈরি করতে হবে। সেই সঙ্গে আমাদের সবাইকে স্যানিটেশন ব্যবহারে সতর্ক থাকতে হবে। খোলা যায়গায় মলত্যাগ করা যাবে না।তাহলে বিভিন্ন ধরনের রোগ জীবানু ছড়াবে।
এছাড়াও আরো বক্তব্য রাখেন অধ্যক্ষ মোঃ আব্দুল হানিফ, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)মোঃ মনিরুজ্জামান সরকার প্রমুখ গন্যমান্য ব্যক্তিবর্গ। সবশেষে সৌহার্দ্য।।। অনুষ্ঠানের সভাপতি চেয়ারম্যান মোঃ হাসেন আলী সংস্থাটির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানটি সমাপ্তি ষোষনা করেন।।