শেরপুর জেলা জাতীয় পার্টির মানববন্ধন
জয়নাল আবেদীন তারেক (শেরপুর জেলা প্রতিনিধি) গ্যাস ও বিদ্যুৎ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে শেরপুরে মানব বন্ধন করেছে জেলা জাতীয় পার্টি। ২৩ মার্চ বুধবার কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে জেলা জাতীয় পার্টির আয়োজনে শহরের ডিসি গেটের সামনে ওই মানব বন্ধন কর্মসূচি পালিত হয়। বক্তারা দ্রব্য মূল্যের ঊর্ধ্ব গতির জন্য সরকারের কড়া সমালোচনা করেন, তারা বানিজ্য মন্ত্রীকে একজন ব্যর্থ মন্ত্রী হিসেবে আখ্যায়িত করেন। বক্তারা সামনের রমজানের আগেই সরকারকে এই লাগামহীম মূল্য বৃদ্ধির সমাধান করতে বলেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সভাপতি সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ইলিয়াস উদ্দীন, সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি বলাইচর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোখলেসুর রহমান সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক গাজির খামার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তাজুল ইসলাম হেলাল শেরপুর পৌর জাপার সভাপতি জিলানী সরকার জেলা কৃষক পার্টির সাধারণ সম্পাদক উসমান গনি আরও উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন পৌর, উপজেলা,ইউনিয়নের নেতা কর্মী।সঞ্চালন ছিলেন জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক এসএম আশরাফ।