শিকড়ের পক্ষ থেকে রুমন রেজাকে সম্মাননা পুরস্কার প্রদান
“গ্রীন নারায়ণগঞ্জ, ক্লিন নারায়ণগঞ্জ, ড্রিম অফ শিকড়” এই স্লোগানকে পুঁজি করে, শিকড় একটি অরাজনৈতিক কল্যাণমূলক সংগঠন প্রতিবার এর ন্যায় এবারও পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম করেছে।
১৮ মার্চ ২০২২ইং শুক্রবার সকাল ৭ ঘটিকা থেকে দুপুর ১২ ঘটিকা পর্যন্ত, শেখ রাসেল পার্ক, নারায়ণগঞ্জে এই কার্যক্রম করা হয়।
অনুষ্ঠানের উদ্ভোদক হিসেবে উপস্থিত ছিলেন-আহমেদ আলী রেজা উজ্জ্বল (সভাপতি, বঙ্গসাথী ক্লাব) ও মোঃ আব্দুর রব খোকন রনি (উপদেষ্টা, শিকড় সংগঠন)। উদ্ভোদন অনুষ্ঠানে শিকড় এর পক্ষ থেকে উদ্ভোদক আহমেদ আলী রেজা উজ্জ্বলকে ক্রেস্ট তুলে দেন উপদেষ্টা আব্দুর রব খোকন রনি।
অনুষ্ঠানের কার্যক্রম তদারকিতে ছিলেন, মোঃ মনির হোসেন (উপদেষ্টা, শিকড় সংগঠন), মোঃ নিজাম উদ্দিন (উপদেষ্টা, শিকড় সংগঠন) ও মোঃ ওমর চিসতি রাসেল (কার্যকরী সদস্য, বঙ্গসাথী ক্লাব)।
শিকড় সংগঠন এর কার্যক্রম দেখতে সর্বশেষ পরিদর্শনে আসেন- আফসানা আফরোজ বিভা (১৬, ১৭ ও ১৮নং ওয়ার্ড, সংরক্ষিত কাউন্সিলর ও সাবেক প্যানেল মেয়র-১) ও মোঃ ফজলুল হক রুমন রেজা (ভারপ্রাপ্ত অধ্যক্ষ, নারায়ণগঞ্জ কলেজ)। তাদের পর্যায়ক্রমে শিকড় সংগঠন এর পক্ষ থেকে সম্মাননা সারক ক্রেষ্ট দিয়ে বরন করে নেয় সহ সভাপতি- মোঃ খায়রুল ইসলাম রয়েল ও আল-জোবায়েদ হৃদয়, এবং যুগ্ম সাধারন সম্পাদক- মোঃ ফয়সাল আহমেদ বাবু ও মোঃ নির্ঝর রাসেল।
সকল অতিথিগন তাদের নিজ নিজ মূল্যবান বক্তব্য রাখেন। তারা শিকড় সংগঠন এর কার্যক্রম দেখে খুবই আনন্দিত। ভবিষ্যতে শিকড় এর সকল কার্যক্রমে পাশে থাকার অভিব্যক্তি প্রকাশ করেন এবং সকলকে শিকড় সংগঠনের পাশে থাকার আহবান জানান।
এসময় আরও উপস্থিত ছিলেন শিকড় সংগঠন এর সভাপতি- মোঃ আজিজুল ইসলাম দিনার ও সাধারন সম্পাদক- মোঃ আরিফুর রহমান হাসিব, এবং সংগঠন এর সকল সদস্যবৃন্দ।