কলমাকান্দায় ঐতিহ্যবাহী চেংগ্নী মেলা শুরু
আব্দুর রশিদ কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি ঃ
দোলযাত্রা উপলক্ষে নেত্রকোনার কলামাকান্দা উপজেলায় শুরু হয়েছে তিন দিনব্যাপী ১৭৭তম ঐতিহ্যবাহী চেংগ্নী মেলা।
শুক্রবার (১৮ মার্চ) দুপুরে লেংগুড়া ইউনিয়নের সীমান্তবর্তী গোপালবাড়ী চেংগ্নী গ্রামে এ মেলার আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য মানু মজুমদার।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক তালুকদার, ওসি আবদুল আহাদ খান, প্রেসক্লাব সম্পাদক ফখরুল আলম খসরু উপজেলার আরোও নেতৃবৃন্দ।
তিন দিনব্যাপী এ মেলায় ক্ষুদ্র, মাঝারি ও বড় ধরনের কয়েক’শ দোকানদার হরেক রকমের জিনিস সাজানো ও বিক্রিতে ব্যস্ত সময় পার করছেন। নেত্রকোনাসহ সুনামগঞ্জ জেলার বিভিন্ন এলাকার সব বয়সী বিপুলসংখ্যক মানুষ প্রতিদিন মেলায় আসেন। ভারত সীমান্তঘেঁষা এ মেলায় ওপারের তরুণ-তরুণীরা দল বেঁধে সীমান্ত পারি দিয়ে মেলায় আসে। সারাদিন মেলায় কাটিয়ে সন্ধ্যার আগেই ফিরে যায় তারা। নীরব বাঁধার প্রাচীর অতিক্রম করে সৃষ্টি করে তারা মৈত্রীর বন্ধন।
মেলা পরিচালনা কমিটির সভাপতি কুদিরাম হাজং বলেন, প্রতি বছরই এই মেলার আয়োজন করা হয়। গত বছর করোনা ভাইরাস প্রাদুর্ভাবে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে আয়োজন করলেও দুই দিন চলার পর তা বন্ধ করে দিতে হয়। আমাদের পূজামণ্ডপে পূজা হয়। মণ্ডপের সামনে বিভিন্ন অঞ্চল থেকে আসা কীর্ত্তনীয়া দল হরিনাম সংকীর্তন পরিবেশন করে। হাজং সম্পদায়ের বিপুল সংখ্যক ভক্ত, নারী-পুরুষ হরিনাম সংকীর্তন শোনে। দোল পূজা উপলক্ষে প্রতি বছরই আমাদের এখানে মেলা বসে।