রোমান আহমদ ( সিলেট প্রতিনিধি)
সিলেট-জকিগঞ্জ সিলেট-জাফলং বি,আর,টি,সি বাস খুব শীগ্রই চালু করা হবে
.বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ
আজ মঙ্গলবার (৮ মার্চ) সিলেট মহানগর আওয়ামিলীগের সংগ্রামী সভাপতি ও বি,আর,টি,সি পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্য বীর মুক্তিযোদ্ধা জননেতা জনাব মাসুক উদ্দিন আহমদ সাহেব, সিলেট ডিপো পরিদর্শন ও কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন, ড্রাইভিং প্রশিক্ষণ এর জন্য আগতদের কোজ খবর নেন,
সর্বপরি বি,আর,টি,সি’র উর্ধতন কর্মকর্তাদের সাথে আলোচনা করে খুব শীগ্রই (সিলেট-জকিগঞ্জ, সিলেট-জাফলং) বি,আর,টি,সি বাস চালু করা হবে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট জেলা আওয়ামিলীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক জনাব বুরহান উদ্দিন আহমদ ও সিলেট মহানগর তাতীলিগের সভাপতি নুমান আহমেদ।