জয়নাল আবেদীন তারেক (শেরপুর জেলা প্রতিনিধি ):
আজ ঐতিহাসিক যশোর হত্যাকান্ড দিবস। ১৯৯৯ সালের আজকের এই দিনে বাংলাদেশ উদীচীর শিল্পীগোষ্ঠীর জাতীয় দ্বাদশ সম্মেলনে মৌলবাদী চক্র এদেশের সাংস্কৃতিক স্তম্ভকে নিশ্চিহ্ন করতে ৬ই মার্চ যশোরের টাউনহল পরপর দুবার বোমা হামলা চালায়, হামলায় উদীচী হারায় তার দশজন ভাই বোনকে, অসংখ্য মানুষ আহত হয় পঙ্গুত্ব বরণ করে অনেকেই।
আজকের এই দিনটিকে যথাযোগ্য মর্যাদায় পালন করার জন্য বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, শেরপুর জেলা সংসদ প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশের আয়োজন করে উক্ত আয়োজনে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী শেরপুর জেলা সংসদের সম্মানিত সভাপতি ও কেন্দ্রীয় সংসদের অন্যতম সদস্য অধ্যাপক তপন সারওয়ার আরো বক্তব্য রাখেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব কমল চক্রবর্তী সাংবাদিক এডভোকেট আব্দুর রহিম বাদল, শামসুন্নাহার নীরা, আইরিন পারভীন, জাকির হোসেন লিটু, শুভজিৎ নিয়োগী, গোলাম মোস্তফা, মোঃ শামীম মিয়া।
আলোচনায় সকলেই দীর্ঘ ২৩ বছর পার হলেও যশোর হত্যাকাণ্ডের বিচারহীনতার জন্য তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং দ্রুত এর বিচারকে ত্বরান্বিত করার দাবি জানান। আলোচনা শেষে গণসঙ্গীত পরিবেশন করেন অধ্যাপক সারওয়ার, দুলাল উদ্দিন, সূচনা ঘোষ, অর্পিতা পাল, তবলায় ছিল শুভঙ্কর সাহা, সঞ্চালনায় ছিলেন রীতেশ কর্মকার।