ফতুল্লা থানা প্রবাসী ও প্রবাস ফেরত ঐক্য ফোরামের পক্ষ থেকে প্রবাসী মরহুম মনিরুজ্জামান এর পরিবারকে আর্থিক অনুদান নগদ ৪০ হাজার টাকা প্রদান করা হয়।
৫ ই মার্চ শনিবার ফতুল্লা থানা প্রবাসী ও প্রবাস ফেরত ঐক্য ফোরামের নেতৃবৃন্দরা সৌদি প্রবাসী মরহুম মনিরুজ্জামানের পরিবারকে আর্থিক অনুদান নগদ ৪০ হাজার টাকা প্রদান করে এবং মনিরুজ্জামানের পরিবারকে সান্তনা প্রদান করে।
জানা যায়,বিগত কিছুদিন আগে মরহুম মনিরুজ্জামান সৌদিতে কর্মরত অবস্থায় স্টোক করে মৃত্যু বরন করলে উক্ত সংগঠন লাস দাফন থেকে শুরু করে যাবতীয় সহায়তা প্রদান করেন। এবং অসহায় পরিবারকে তাদের সন্তানের লেখাপড়ার খরচের জন্য আর্থিক সহায়তায় করা হয়। ভবিষ্যতে যে কোন সমস্যায় পাশে থাকার আশ্বাস প্রদান করেন।
এ সময়ে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোঃ রাজিব হোসেন সাগর সেক্রেটারি খলিল হাওলাদার এবং সাংগঠনিক সম্পাদক শামীম মোল্লা।
অসহায় পরিবারের পাশে যারা আর্থিক সহায়তা করেছেন অসহায় পরিবারের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানানো হয়।