নিজস্ব প্রতিবেদক:
গাজীপুর সদর মেট্রো থানার সাহাপাড়া এলাকায় ৫০ শয্যা বিশিষ্ট গাজীপুর ডায়বেটিক হাসপাতালের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।
আজ ৪ঠা মার্চ শুক্রবার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ. ক.ম. মোজাম্মেল হক এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো জাহিদ আহসান রাসেলের উপস্থিতিতে ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়।
প্রতিমন্ত্রী বলেন, আজ গাজীপুরবাসীর জন্য অত্যন্ত আনন্দের দিন। প্রধানমন্ত্রীর আন্তোরিকতা থাকায় আজ আমরা একটি পূর্নাঙ্গ ডায়বেটিক হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে পারছি। স্বল্প মূল্যে মাত্র এক লক্ষ এক টাকায় টাকা ৫০ শতাংশ জমি দিয়েছেন। হাসপাতালটি নির্মাণের জন্য ২২ কোটি টাকা দিয়েছেন।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর কারনেই গাজীপুরে শহীদ তাজউদ্দীন হাসপাতালকে ৫০ শয্যা থেকে উন্নীত করে ৫০০ শয্যা বিশিষ্ট একটি অত্যাধুনিক স্বয়ংসম্পূর্ণ হাসপাতালে পরিনত করেছেন। শুধু তাই নয়, তিনি এখানে একটি মেডিকেল কলেজ স্হাপন দিয়েছেন। টঙ্গীর শহীদ আহসানউল্লাহ হাসপাতালকে ৫০ শয্যা থেকে উন্নীত করে ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে রুপান্তরিত করে দিয়েছেন। যার মাধ্যমে অত্র এলাকার মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হচ্ছে। উন্নত চিকিৎসা সেবার সুযোগ পাচ্ছে।
অনুষ্ঠানে গাজীপুর ডায়াবেটিক সমিতির সভাপতি কাজী আলিম উদ্দিন বুদ্দিন সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন শামসুন নাহার ভূঁইয়া এমপি, গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র মো. আসাদুর রহমান কিরণ, এবং গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমান।