নারায়ণগঞ্জে আইন শৃঙ্খলার অবনতির কথা উঠেছে প্রতিনিয়ত ছিনতাইর ঘটনা ঘটেছে নারায়ণগঞ্জে মাসদাইর , ঈদগাঁ মাঠ , আদর্শ স্কুল, গভঃগার্লস স্কুল, শেরে বাংলা রোড, আল আমিন মসজিদ রোড, পতেঙ্গা মাঠ বিসিক যাতায়তে এডঃ মামুন বলেন জৈনিক এক ভদ্রলোক বিসিক ফকির এ্যাপারেলসের কোয়ালিটি এসিউরেন্স এসিস্ট্যান্ট ম্যানেজার ফজলে রাব্বী অদ্য রোজ বৃহস্পতিবার ৩ই মার্চ মাসদাইর আল-আমীন মসজিদের সামনে রাত ৭ঃ৪৫ মিঃ এশার নামাজ চলাকালীন সময়ে তিনজন ছিনতাইকারীর কবলে পড়লে এডঃ মামুন তাকে বাচাঁতে গিয়ে আহত হন তিনি বলেন একজন ছিনতাইকারী আটক করার পর দৌড়ে পালিয়ে যাবার সময় তাহার দুই হাতে কাপড়ের ব্যাগ সহ তিনি ছিনতাইকারীর পিছনে দৌড় দিলে ব্যালেন্স রাখতে না পারলে সমস্ত দেহটা উকিল সাহেবের বাড়ীর সিড়িতে পড়ে গিয়ে থুতনিতে এবং ডান হাটুতে ও ডান হাতে এবং গাড়ে প্রচন্ড আঘাতপ্রাপ্ত হয় পরে ভিক্টোরিয়া হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিলে থুতনিতে পাঁচটি সেলাই হয়।
এ ব্যপারে উক্ত স্থানে আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারি জরুরি বলে কামনা করছেন সচেতনমহল।