সিলেট প্রতিনিধি ::সিলেট জেলার জকিগঞ্জ থেকে ফাতেমা বেগম (২১) নামের এক মহিলার গলায় ফাঁস লাগানো ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে উপজেলার ৬নং সুলতানপুর ইউনিয়ন-এর হালঘাট গ্রামে এ ঘটনা ঘটে। ফাতেমা বেগম হালঘাট গ্রামের মৃত আব্দুল মানিক-এর মেয়ে ও বিয়ানীবাজার উপজেলার দাউদপুর গ্রামের ওয়ারিস আলীর স্ত্রী।
স্থানীয়রা জানান, ফাতেমা বেগম দীর্ঘদিন থেকে মানসিক ভাবে অসুস্থ ছিলো। বিগত কয়েক মাস থেকে কিছুটা সুস্থ হলে প্রায় তিন মাস পূর্ব ইসলামিক শরীয়ত মোতাবেক পারিবারিকভাবে বিয়ে দেয়া হয়। বিয়ের পর পূনরায় অসুস্থ হয়ে পড়লে তাকে হালঘাট গ্রামের পিত্রালয়ে নিয়ে আসা হয়।
বুধবার বিকালে বাবা’র বাড়ির লোকজনের অগোচরে ঘরের তীরের সাথে মাফলার বেঁধে গলায় ফাঁসি দিয়ে সে আত্মহত্যা করে।
মহিলার ঝুলন্ত লাশ উদ্ধারের সত্যতা স্বীকার করে জকিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র সরকার জানান, এ ঘটনায় জকিগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। লাশ ময়না তদন্ত শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদ পেলে বিস্তার জানা যাবে।