নিজস্ব প্রতিবেদক ঃ
রমজানের আগে দেশে ভোজ্য তেলের দাম বাড়বে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
আজ ২৮ ফেব্রুয়ারি বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)র আয়োজনে হোটেল রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল ইনভারমেন্ট সাবমিট ২০২১ যোগ দিয়ে তিনি একথা বলেন।
মন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়লেও বাড়তে পারে, কিন্তু রমজান সামনে রেখে তেলের দাম বড়ার সম্ভাবনা নেই। এরজন্য দেশের ব্যাবসায়ীদে দাম না বাড়ানোর আহ্বান জানান মন্ত্রী।
দেশে ব্যবসায়ী পরিবেশ উন্নয়ন করতে দীর্ঘমেয়েদী বিনিয়োগের বিকল্প নেই উল্লেখ করে মন্ত্রী বলেন, করোনার মধ্যেও প্রধানমন্ত্রীর দূরদর্শিতার কারণে দেশের অর্থনীতি থেকে থাকেনি। এসময়ও দেশের অর্থনীতিতে সমৃদ্ধি ঘটেছে। জিডিপি সমৃদ্ধিতে আরও বেশি বিনিয়োগ ও উতপাদন প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে যুক্ত হয়ে জাপান রাষ্ট্রদূত ইতো নাওকি বলেন, নারায়ণগঞ্জের আড়াইহাজারে জাপানী অর্থায়নে অর্থনৈতিক অঞ্চলের কাজ প্রায় শেষ দিকে। ২০২৩ সালের মধ্যে এটি উতপাদনে যেতে প্রস্তুত হচ্ছে। এছাড়াও জাপান মিরসরাইয়ে আরেকটি অর্থনৈতিক জোন তৈরি করবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগ দিয়ে সালমান এফ রহমান বলেন, করোনার এই সশঙ্ক সময়ে দেশের অর্থনৈতিক গতি ধরে রাখতে সরকার বদ্ধপরিকর। এছাড়াও টিকা রাজনীতিতেও বাংলাদেশ সরকার সাফল্য দেখিয়েছে। বিদেশি রাষ্ট্রের সাথে সম্পর্ক এবং অর্থনৈতিক সকল বিষয়ে সরকার আন্তরিক বলেও জানান তিনি।