বিধিনিষেধ উপেক্ষা করেই চলছে শোডাউন
করোনা মহামারিতে চলছে সরকারি বিধিনিষেধ। এ সময় রাজনৈতিক সভা-সমাবেশসহ সব ধরণের জনসমাগম নিষিদ্ধ থাকলেও তা উপেক্ষা করেই চলছে মিছিল শেডাউন। ভোলার চরফ্যাশন উপজেলাধীন আছলামপুর ইউনিয়নের “নুরে আলম মাষ্টার” নামের এক সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে চালাচ্ছেন এসব মিছিল মিটিং ও সভা-সমাবেশ।
শুক্রবার (২৮ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় নুরে আলম মাষ্টারের উপস্থিতে আছলামপুর ইউনিয়নের বহরদারহাট বাজারে শতশত মানুষ নিয়ে নির্বাচনী মিছিল ও সমাবেশে অনুষ্ঠিত হয়।
এসব কর্মসূচিতে বিন্দু মাত্র চোখে পড়েনি স্বাস্থ্য বিধি মানার কোনো দৃশ্য। এভাবে চলতে থাকলে আছলামপুর ইউনিয়নে করোনা ভাইরাসের বিস্তার ঘটবে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।
এ বিষয়ে চরফ্যাশন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা আল- নোমান জানান, বিষয়টি সম্পর্কে আমরা অবগত নই। সরকারি বিধি নিষেধ অমান্য করে কোন ধরনের সভা-সমাবেশ অনুষ্ঠিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।
এ বিষয়ে জানতে চাইলে নূরে আলম মাস্টার বলেন, যেহেতু নির্বচনী তফসিল নেই তাই এখানে কোন নির্বাচনী প্রচারণা হয়নি। আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে আমার নেতাকর্মীরা একটি মিছিল করেছে কোন সমাবেশ হয়নি। এতে আইন লঙ্ঘন হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, আমার প্রতিপক্ষ যখন মিছিল সমাবেশ করে, অফিস উদ্বোধন করে তখনতো কেউ কিছু বলে না।