কাউন্সিলর প্রার্থী কবির হোসেন বলেছেন, আমি ভোট কিনি না ১৬নং ওয়ার্ড বাসীর প্রতি আমার ভালোবাসাই আমার ভোট কেনা।
গতকাল শুক্রবার রাতে নগরীর ১নং বাবুরাইলের বৌবাজার এলাকায় সংগঠিত একটি অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনি উল্লেখিত কথা গুলো বলেন।
শুক্রবার রাতে নগরীর ১নং বাবুরাইলের বৌবাজার এলাকায় দু প্রার্থীর সমর্থকদের মধ্যে মারামারির ঘটনারপর রিয়াদ সমর্থকরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও আপলোড করেন কবির হোসেনের সমর্থকরা টাকা দিয়ে ভোট কিনতে গেছে তাদের এলাকায়। আর এই অভিযোগে কবিরের দুজন সমর্থকদের মারধর করে।
ঘটনা সম্পর্কে কবির হোসেন বলেন, মূলত ওরা আমাদের সাথে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার অপচেষ্টায় ব্যর্থ হয়ে সু পরিকল্পিত ভাবে এঘটনা ঘটিয়েছে।
সোজাসাপ্টায় বলতে গেলে আমি ভালোবাসার বিনিময়ে ১৬নং ওয়ার্ড বাসীর ভোট পেয়ে ইনশাআল্লাহ বিজয়ী হবো। এটা বলছি আমার আত্মবিশ্বাস থেকেই। মহান আল্লাহর থেকে প্রাপ্ত রহমতের জোরেই আমি এই বিশ্বাস অর্জন করেছি। আমি যেহেতু একজন মুসলমান সেহেতু আমি মহান আল্লাহ্ কে মনে প্রাণে বিশ্বাস করি আর সেই বিশ্বাস থেকেই বলছি আমি ইনশাআল্লাহ মানুষের ভালোবাসা,দোয়া সহ ১৬নং ওয়ার্ড বাসীর দেয়া ভোটে নির্বাচিত হবো।
তিনি আরও বলেন, সন্মান হচ্ছে মহান আল্লাহর আশেষ রহমত। মহান আল্লাহ্ তাকেই সন্মানিত আসন টি দান করেন যারা অসহায় দুখী দরিদ্রদের প্রতি সহযোগিতার হাত বাড়ান। আমি এক সময় খুবই সাধারণ পরিবারের সদস্য ছিলাম। শুকরিয়া আলহামদুলিল্লাহ্, মহান আল্লাহর দরবারে আমি ইবাদতের মাধ্যমে যাই চেয়েছি তাই পেয়েছি। মহান আল্লাহ্ আমাকে যথেষ্ট পরিমাণ দান করেছেন। এরজন্য আমি সারাক্ষণই শুকরিয়া আদায় ও কৃতজ্ঞতা স্বীকার করি।
আমার সেই অনু সুচনা থেকেই আমি ঐসকল মানুষদের পাশে দাড়াই কারণ আমি বুঝি মানুষের পেটের ক্ষুধার জ্বালা। আমি যখন কষ্ট করতাম তখনই মহান আল্লাহর কাছে এই বলে ফরিয়াদ করতাম “হে সারাজাহানের মালিক ” মহান আল্লাহ্ আপনি আমাকে এমনভাবে দান করুণ আমি যাতে আমার নিজের অভাব গুছিয়ে আরও অসহায় মানুষের সেবা করতে পারি। মহান আল্লাহ্ আমার চাহিদা মিটিয়েছে এখন মহান আল্লাহর কাছে দেয়া প্রতিশ্রুতি রক্ষা করার জন্য মানুষের সেবা করছি মহান আল্লাহ্ কে খুশি করানোর জন্য কারণ পবিত্র হাসিদ শরীফে আছে মানুষের মধ্যেই মহান আল্লাহর বসবাস। মানুষের সেবার মাধ্যমে মহান আল্লাহ্ কে পাওয়া যায়। আর সেই বিশ্বাস থেকেই আমি বলছি, টাকা দিয়ে ভোট কেনার মানুষ আমি না। ভালোবাসার বিনিময়ে আমার ভোট হবে। আমার জন্য মহান আল্লাহর রহমত ই যথেষ্ট।
মূলত ঘটনাটি হচ্ছে এমন, নির্বাচনী প্রচার প্রচারণার শেষ মূহুর্তে বৃহস্পতিবার রাত সারে এগারো টায় নগরীর ১নং বাবুরাইল এলাকায় এঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছে আহত টুকু (৩০) ও বিজন (৪৬) নামের দুই কর্মী।
১নং বাবুরাইল এলাকার বাসিন্দা মরহুম আক্তার হোসেনের ছেলে বিজনের বাসায় টুকু দেখা করে ফেরারপথে বৌ বাজার পুলের উপর পূর্ব থেকেই অপেক্ষারত রিয়াদের সমর্থকরা টুকু ও বিজন কে ঘিরে ধরে। এসময় কোন কিছু বুঝার আগেই এলাকার ছেলে হিসেবে বিজনকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে টুকুর উপর হামলে পরে।
এখবর এলাকায় ছড়িয়ে পড়লে কবির হোসেনের সমর্থকরা দলবেধে ঘটনাস্থলে রওনা হয়। খবর পেয়ে দ্রুত নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ঘটনাটি জানান এবং ঘটনাস্থলে ছুটে গিয়ে কবির হোসেন আহতবস্থায় তার সমর্থক আহত টুক সহ বিজন কে উদ্ধার করেন। এসময় রিয়াদ সমর্থকরা উত্তেজিত হয়ে ঝগড়ার উদ্দেশ্যে বাকবিতণ্ডায় লিপ্ত হয়। উত্তেজনার এক মূহুর্তে ঘটনাস্থলে রিয়াদের বড় ভাই ববি এসে উপস্থিত হয়। ববিকে দেখে রিয়াদ সমর্থকরা আরও উত্তেজিত হয়ে উঠার একপর্যায়ে নারায়ণগঞ্জ সদর থানার ওসি সহ পুলিশের ফোর্স হাজির হয়। ওসির উপস্থিতিতে রিয়াদের বড় ভাই ববি কাউন্সিলর প্রার্থী কবির হোসেন কে আশ্বাসদেয় এবিষয়ে সুষ্ঠ বিচার করবেন।
ঘটনাটির বিষয়ে কাউন্সিলর প্রার্থী কবির হোসেন দুক্ষ প্রকাশ করে বলেন আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল এবিষয়ে আমি আইনগত ব্যবস্থা নিব। এদিকে আহত দুজনকে চিকিৎসারপর বাসায় নেয়া হয়েছে।
উল্লেখ্য এর আগেও দু’দফা কাউন্সিলর প্রার্থী কবির হোসেন’র কর্মীদের উপর হামলা করেছে রিয়াদ সমর্থকরা যা সদর মডেল থানায় অভিযোগ দেয়া আছে।