মোঃ মেহেদী মনজুর (বকুল)ঃ দেশ ও জাতির কল্যাণ কামনা করে শেষ হলো নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় ঐতিহ্যবাহী সমাজ কল্যাণমূলক প্রতিষ্ঠান “ধর্মগঞ্জ সমাজ উন্নয়ন সংসদ ” এর ১২ তম বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিল।
১৪ জানুয়ারি শুক্রবার এনায়েতনগরের পূর্ব ধর্মগন্জস্থ লতিফ বেপারীর বালুর মাঠে সরকার নির্দেশিত স্বাস্থ্য বিধি অনুসরন করে বাদ আসর হতে শুরু হয়ে গভীর রাত পর্যন্ত এই মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আলোরণ সৃষ্টিকারী সুমধুর বক্তা মুফতি সালমান ফারসী। এছাড়াও স্থানীয় বক্তারাও ওয়াজ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা মোঃ সামসুল হক পন্ডিত। এতে প্রধান অতিথি হিসেবে এনায়েতনগরের চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান এবং প্রধান মেহমান হিসেবে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ হাবীব হাসান তালুকদার অনিবার্য কারনে উপস্থিত থাকতে না পারলেও ধর্মগঞ্জ সমাজ উন্নয়ন সংসদের উপদেষ্টা আলহাজ্ব মোঃ মোক্তার হোসেন ঢালী এবং বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোঃ ইলিয়াস শুরু থেকেই মাহফিলে অংশগ্রহন করে অনুষ্ঠানের সার্বিক তদারকি করেন।
মাহফিলের শুরুতে স্থানীয় মাদ্রাসার ছাত্রছাত্রীরা হামদ, নাত, গজল এবং ইসলামী গান পরিবেশন করেন। মাহফিলস্থল এলাকার বাচ্চা-যুবক-প্রবীণদের মিলনমেলায় পরিনত হয়। প্রধান বক্তা আসার আগেই মাহফিলের প্যান্ডেল কানায় কানায় পূর্ণ হয়ে যায়।
রাত দশটার পর স্টেজে ওঠেন প্রধান বক্তা মুফতি সালমান ফারসী। ইসলামের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন তিনি। পরিশেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
মাহফিল শেষে মুসল্লী ও স্বেচ্ছাসেবকদের জন্য নৈশভোজের ব্যবস্থা করা হয়। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বাদল, জাহাঙ্গীর, বিল্লাল, আয়ুব, আমিন, আওলাদ, তায়েফ, বকুল, মানিক, হেলাল, সোবহান, মিজান, সুফিয়ান, রাজীব, মুকুল, সুমন, রাজু, সাইদুল, আরেফিন, কাউসারসহ আরো অনেকে।