স্টাফ রিপোর্টার : জানমালের নিরাপত্তাসহ নিরাপদ শহর গড়তে নাসিক নির্বাচনে খেলাফত মজলিসের মনোনীত মেয়র প্রার্থী সিরাজুল মামুনের পক্ষে ৭ জানুয়ারি শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।
নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি ডাঃ শরীফ মোহাম্মদ মোসাদ্দেক এর সভাপতিত্বে পথসভায় কেন্দ্রীয় খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের বলেন, বর্তমানে দেশের জানমালের নিরাপত্তা নেই। মাদক, সন্ত্রাস, রাহাজানি বেড়ে গেছে। বেড়েছে দ্রব্য মূল্যের দাম কিন্তু সরকার রয়েছে উদাসীন। এখন আর আওয়ামীলীগের প্রতি মানুষের কোন ধরনের আস্থা নাই। বিশ^াস হারিয়েছে আওয়ামী সরকার। নৌকার বিরুদ্ধে গণজোয়ার সৃষ্টি হয়েছে। মানুষ এখন বিকল্প কাউকে খুঁজছেন। দেওয়াল ঘড়ি প্রতীক মানুষের আস্থার প্রতীক। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে দেওয়াল ঘড়ি প্রতীকে ভোট দিলে জানমালের নিরপত্তা সহ নিরাপদ শহর হিসেবে গড়ে উঠবে নারায়ণগঞ্জ।
পথসভায় মেয়র প্রার্থী এবিএম সিরাজুল মামুন জনসাধারণের উদ্দেশ্যে বলেন, নির্বাচিনে বিজয়ী হলে নারায়ণগঞ্জের সার্বিক উন্নয়নসহ বেকার তরুণ-তরুণীদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে এবং মাদক, সন্ত্রাসের বিরুদ্ধে কোন ধরনের ছাড় দেওয়া হবে না। একটি সুন্দর ও নিরাপদ শহর হিসেবে নারায়ণগঞ্জকে গড়ে তোলার জন্য যা যা করা দরকার তাই করা হবে। আপনারা সকলে দেওয়ার ঘড়ি প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করার আহবান রইলো।
নির্বাচনী পথসভা শেষে গণসংযোগকালে দেওয়াল ঘড়ি প্রতীকে ভোট প্রার্থনায় নারায়ণগঞ্জ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে বিভিন্ন দোকানপাট ও জনসাধারনের মাঝে লিফলেট বিতরণসহ নির্বাচনী ইশতেহার প্রচার করেন। এসময়ে আরও উপস্থিত ছিলেন মাওলানা আহমদ আলী, অধ্যাপক শাহ আলম, হাফেজ কবীর হোসেন, খন্দকার হাফেজ আওলাদ হোসেন, মোহাম্মদ ইলিয়াস কবীর, কামরুল হাসান পায়েল প্রমুখ।