নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনার। সবসময় লোকে জনাকীর্ণ হয়ে থাকে শহীদ মিনার। স্কুল, কলেজের ছাত্রছাত্রী, পথচারীতো আছেই। এছাড়া বিভিন্ন সামাজিক সংগঠন ও রাজনৈতিক দলগুলোর আলোচনা সভাতো রয়েছেই।
আজও তার ব্যতিক্রম হয়নি। বিকাল ৩ টা, শহীদ মিনারে শুরু হলো নাসিক নির্বাচনে মেয়র পদে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি মাসুম বিল্লাহের নির্বাচনী পথসভা। বক্তব্য রাখছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, নারায়ণগঞ্জ মহানগরের নেতৃবৃন্দ। হঠাৎ পড়লো আসরের আজান। মাইকে ঘোষণা দেয়া হলো সভা বিরতির। নামাজের বিরতি। বেশির মানুষ চাষাড়ার আসেপাসের বিভিন্ন মসজিদে চলে যায় নামাজ পড়ার জন্য। কিন্তু একদল মুসল্লী শহীদ মিনারের বেদীতেই নামাজে দাড়িয়ে যায়। একটি ব্যতিক্রমী পরিবেশের সৃষ্টি হয়।
চিরচেনা শহীদ মিনারের চেহারা খানিক সময়ের জন্য পরিবর্তন হয়ে যায়। এসময় নাসিক মেয়র পদপ্রার্থী মাসুম বিল্লাহসহ অন্যান্য নেতৃবৃন্দও নামাজে দাড়িয়ে যায়। আসে পাশের মানুষ এই সুন্দর দৃশ্য অপলোক দৃষ্টিতে অবলোকন করে। যে শহীদ মিনার সবসময় লোকে জনাকীর্ণ থাকে, তা কিছু সময়ের জন্য রুপান্তরিত হয়ে যায় আল্লাহর ঘরে।