গত ৩০ ডিসেম্বর বৃহস্পতিবার আনুমানিক রাত ১০ টার দিকে পারিবারিক কাজে লক্ষীপুর যাওয়ার পথে অসাবধানবসত গাড়ী চালনার সময় ফরিদগঞ্জ-লক্ষীপুর হাইওয়েতে এই দূর্ঘটনা ঘটে। এসময় মামুন পাটোয়ারী নামে আরেকজনও গুরুতর আহত হয়েছেন। আহত মামুন সাংবাদিক তায়েফের বড় ভাই, তিনি ফতুল্লার পঞ্চবটীর এম আর ট্রান্সপোর্ট এজেন্সির মালিক এবং নারায়ণগঞ্জের অন্যতম ট্রান্সপোর্ট ব্যবসায়ী। আহত তায়েফ ও মামুন দু’জনই বর্তমানে লক্ষীপুর আধুনিক সদর হাসপাতালে ভর্তি আছেন, উভয়ই আশংকামুক্ত আছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন।
হাসপাতালসুত্রে জানা যায়, তায়েফ পাটোয়ারী ও তার ভাই মামুন পাটোয়ারী পারিবারিক কাজে নরসিংদী থেকে মাইক্রোবাস যোগে লক্ষীপুরে শহরে যাচ্ছিলেন, মাইক্রো চালাচ্ছিলেন তায়েফ নিজে। মাইক্রোটি যখন ফরিদগঞ্জ ব্রিজে উঠছিলো তখন তায়েফ পাটোয়ারীর অসাবধানবসত চালনার কারনে নিয়ন্ত্রণ হারিয়ে ১০-১২ পল্টি খেয়ে খাদে পড়ে যায়। স্থানীয় পুলিশ খবর পেয়ে তাদেরকে উদ্ধার করে চাদপুর সদর হাসপাতালে ভর্তি করে, পরে প্রাথমিক চিকিৎসা নিয়ে লক্ষীপুর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। তায়েফ বাম কোমরে, বাম হাতে প্রচন্ড চাপ খেয়ে ব্যথা পান।
এদিকে দূর্ঘটনায় আহত হওয়ার ঘটনায় নারায়নগঞ্জ ও লক্ষীপুরের সাংবাদিক সমাজসহ বিভিন্ন পেশাজীবি মানুষ তায়েফ পাটোয়ারীর খবর নিতে পাঠক কন্ঠ অফিসে যোগাযোগ করে। প্রসঙ্গগত, কিছু দিন আগে তায়েফ পাটোয়ারী লক্ষীপুরের পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে সফলভাবে পর্যবেক্ষক হিসেবে দ্বায়িত্ব পালন করে।
মুঠোফোনে যোগাযোগ করা হলে তায়েফ পাটোয়ারী জানান, আল্লাহ তালার অশেষ রহমতে বেচে আছি, এধরণের দুর্ঘটনার বেচে থাকার সম্ভাবনা কম থাকে। যাই হোক, সুস্থতা কামনায় সাংবাদিকমহল সহ সর্বস্তরের মানুষের দোয়া প্রার্থনা করছি।