নারায়নগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন ২০২২ইং ৪ আগামী ১৬ই জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল আলােচিত নাঃগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন ২৭টি ওয়ার্ড নিয়ে গঠিত নারায়নগঞ্জ সিটি কর্পোরেশন।২৭ টি ওয়ার্ডের মধ্যে ভােটের অংকে আর রাজনীতির হিসাব নিকাশে সবচেয়ে অন্যতম গুরুত্বপূর্ণ ১৩ নং ওয়ার্ডের এবার পুরােনােদের পাশাপাশি নতুন মুখের কাউন্সিল প্রার্থীও এসেছে এবারের নির্বাচনে।৫০ হাজারেরও অধিক ভােটার রয়েছে এই ওয়ার্ডে।
বর্তমান কাউন্সিল জেলা বি এন পির আহবায়ক এডঃ তৈমুর আলম খন্দকারের ছােট ভাই কাউন্সিল খােরশেদ টানা তিনবার ধৱে অন্তত্য নিষ্ঠার সাথে তার উপর অর্পিত দায়িত্ব পালন করে এখনাে ভােটারদের মাঝে জন বান্ধব জনপ্রিয় কাউন্সিল হিসাবে তার জনপ্রিয়তা এখন পর্যন্ত ধরে রেখেছে।বিএনপির এবারও কাউন্সিলর খােরশেদ কে নিয়ে দৃঢ় আশাবাদী। যদিও তার নির্বাচনে দাঁড়ানাে নিয়ে আইনগত জটিলতা আছে আইন আদালতে জামিন বা সমস্যার সমাধান হয়ে গেলে ভােটের দৌড়ে কাউন্সিল খােরশেদ হয়ে যেতে পারে। অপ্রতিরােধ্য অন্য দিকে আওয়ামী লীগের দুই কাউন্সিল মনােনয়ন প্রত্যাশী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি রবিউল হেসেন ও জেলা যুব লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শাহ্ ফয়েজ উল্লাহ্ ফয়েজ এরা দুজনই গতবার নির্বাচনে অংশগ্রহণ করেছে। নির্বাচনের তিন দিন আগে অদৃশ্য কারনে শাহ ফয়েজ উল্লাহ ফয়েজ সরে দাঁড়ায়। তথ্য সূত্র মতে দুজনেই বর্তমানে বিভিন্ন মাধ্যমে দলীয় মনোনয়নের জন্য নারায়নগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন ২০২২ইং আগামী ১৬ই জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল আলােচিত নাঃগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন।২৭টি ওয়ার্ড
নিয়ে গঠিত নারায়নগঞ্জ সিটি কর্পোরেশন, ২৭ টি ওয়ার্ডের মধ্যে ভােটের অংকে আর রাজনীতির হিসাব নিকাশে সবচেয়ে অন্যতম গুরুত্বপূর্ণ ১৩ নং
ওয়ার্ডের এবার পুরােনােদের পাশাপাশি নতুন মুখের কাউন্সিল প্রার্থীও এসেছে এবারের নির্বাচনে। ৫০ হাজারেরও অধিক ভােটার রয়েছে এই ওয়ার্ডে বর্তমান কাউন্সিল জেলা বি এন পি আহবায়ক এডঃ তৈমুর আলম খন্দকারের ছােট ভাই কাউন্সিল খােরশেদ টানা তিনবার ধৱে অন্তত্য নিষ্ঠার সাথে তার উপর অর্পিত দায়িত্ব পালন করে এখনাে ভােটারদের মাঝে জন বান্ধব জনপ্রিয় কাউন্সিল হিসাবে তার জনপ্রিয়তা এখন পর্যন্ত ধরে রেখেছে।এই ছাড়া রবিউল হেসেন ওয়াদা করেছিলেন গতবার তিনি নির্বাচন আর করবেন না তারপরও তিনি ওয়াদা ভঙ্গ করে নির্বাচন এ অংশ নিয়েছেন।তাই এইবার নতুনত্বের অগ্রযাত্রায় যোগ হওয়া নতুন মুখ সায়েক শহীদ রেজাকে হেভিওয়েট প্রার্থী হিসাবে মনে করছেন নতুন প্রজন্ম তরুন ভোটাররা।
তাই নতুন মুখ সায়েক শহীদ রেজা সহ ১৩নং ওয়ার্ডের সকল প্রার্থীদের অনাগত আগামীর ঠিকানার সন্ধান দাতা ভােটাররাই আগামী ১৬ই জানুয়ারি ব্যালটের মাধ্যমে রায় দিবে কে হবে তাদের ভালােবাসার কাউন্সিলর।