বিগত তেরো বছরে রাজনৈতিক সহযোদ্ধা এবং সারথিদের কেউ কেউ খোলস পাল্টেছে, কেউ কেউ রাজনীতি ছেড়ে গেছে, কেউবা আবার প্রবাসী হয়েছে। তাই বলে সবাই তো আর এক হয়না। “নীতি আর আদর্শ” কারো কাছে জীবনের আরেক নাম। বক্তাবলী ইউনিয়ন যুবদলের আহবায়ক, ফতুল্লা থানা যুবদলের সংগ্রামী যুগ্ম আহবায়ক মোঃ আমীর হোসেন বেপারী সেই আদর্শধারীদের একজন। হামলা-মামলা-হুমকি-প্রলোভন কোন কিছুই তাঁকে তাঁর আদর্শ থেকে বিচ্যুত করতে পারেনি। সকল বাঁধা বিপত্তি উপেক্ষা করে আগলে রেখেছেন নিজের সংগঠন যুবদলকে। যাঁর প্রমান রাখলেন গত বিজয় দিবসে জেলা যুবদলের আনন্দ র্যালিতে। সেদিন আমির বেপারী শত শত মানুষ নিয়ে শহরে যোগ দিয়ে সেই শোডাউনে। সেদিন আমীর হোসেন বেপারীর বিগত দিনে দলের জন্য স্বীকার করা ত্যাগের কথা অনেক নেতার মুখেই শোনা গেছে। বিজয় র্যালীতে আমির বেপারী ছিলো প্রথম সারিতে, সাথে ছিলো জেলা যুবদলের সভাপতি মোঃ শহীদুল ইসলাম টিটু এবং থানা যুবদলের সভাপতি মোঃ মাসুদ। হাজারো জাতীয়তাবাদে বিশ্বাসী জনতার নেতৃত্ব দিচ্ছিলেন আমির। মুখে ছিলো একটাই স্লোগান “মুক্তি, মুক্তি, মুক্তি চাই, খালেদা জিয়ার মুক্তি চাই”। র্যালী শেষে মোঃ আমির হোসেন বেপারী গণমাধ্যমকে বলেন, বিএনপি ও যুবদলের যেকোনো কর্মসূচি পালনে আমি সর্বদা অগ্রগামী। জেলা যুবদলের সভাপতি মোঃ শহীদুল ইসলাম টিটুর নেতৃত্বে আমরা খালেদা জিয়ার মুক্তি আন্দোলন, তার উন্নত চিকিৎসার আন্দোলন, তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার আন্দোলনে রাজপথে আছি। যুবদলের ভাবমূর্তিকে অক্ষুন্ন রেখে যেকেনো কর্মসূচি পালনে আমি সর্বদা প্রস্তুত।