প্রথমবারের মতো নারায়নগঞ্জের বক্তাবলীতে আসছে জনপ্রিয় সংগীত ব্যান্ড “আভাস”।
জানা যায়, আগামী ২০ ডিসেম্বর(সোমবার) বক্তাবলী ইউপি চেয়ারম্যান শওকত আলীর ছেলে সাব্বির আহম্মেদ রিদয়ের উদ্যোগে বক্তাবলীর কানাইনগর স্কুল এন্ড কলেজের মাঠে বিজয় দিবস উপলক্ষে কনসার্টের আয়োজন করা হয়েছে।
বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এই বিজয় কনসার্টে গান গাইবেন তানযীর তুহিনের “আভাস”
শিরোনামহীন ব্যান্ড ছাড়ার পর এখন নিজের ব্যান্ড আভাস নিয়ে ব্যস্ত তানযীর তুহিন। মঞ্চ পরিবেশনার পাশাপাশি একক গান করছে ব্যান্ডটি।ইতিমধ্যেই সারাদেশে ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠেছে “আভাস”।
এবং এরিমধ্যেই দর্শকপ্রিয় অনেকগুলো একক গান উপহার দিয়েছে তারা। সেই সব গান গেয়েই দেশের বিভিন্ন অঞ্চলে স্টেজ কাপাচ্ছেন “আভাস”।
এবার আভাসের সুরে সুর মিলিয়ে গান গাওয়ার পালা নারায়নগঞ্জের বক্তাবলীবাসির। বিজয় দিবস উপলক্ষে কনসার্টটি আয়োজন করেছেন সাবেক ছাত্রলীগে নেতা ও বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এর ছেলে সাব্বির আহম্মেদ রিদয়।
বিপি নিউজের সাক্ষাৎকারে সাব্বির আহম্মেদ রিদয় বলেনঃ সারাদেশ স্বাধীনতার সূবর্ন জয়ন্তী উপলক্ষে উৎফুল্ল ও আনন্দিত। স্বাধীনতার ৫০ বছরে দেশ এগিয়ে গেছে অনেকদূর। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে সারাবিশ্বে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। বিজয়ের এই মাহেন্দ্রক্ষণে বক্তাবলীবাসির সাথে আনন্দ ভাগাভাগি করার জন্যই এই কনসার্টের আয়োজন। এর আগে এরকম আয়োজন বক্তাবলীতে হয়নি। আশাকরি বক্তাবলীবাসি খুবই আনন্দ উল্লাসে ২০ তারিখ বিজয়ের আনন্দ উদযাপন করবে।