নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচনকে কেন্দ্র করে ১৬নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোঃ কবীর হোসেন বিশাল শোডাউন করেছেন। শুক্রবার (১৭ ডিসেম্বর) বিকেলে তার নির্বাচনী এলাকায় এ শোডাউন করেন।
মোঃ কবীর হোসেনের এই শোডাউনকে কেন্দ্র করে এলাকার মুরুব্বীদের সহ যুব সমাজের ব্যাপক উপস্থিতি দেখা যায়। সকলের মুখে মুখে ছিল কবীর হোসেনের পক্ষে নির্বাচনী স্লোগান। সেই সাথে এলাকাবাসীও তার এই শোডাউনের সাথে সাড়া দেন। তারাও একাত্মতা পোষণ করে শোডাউনে যোগ দেন।
জানা গেছে, অসহায় মানুষের পাশে দাঁড়ানোটা দীর্ঘদিনের অভ্যাস মোঃ কবির হোসেনের। সব সময় মানুষের জন্য কিছু করার স্বপ্ন দেখতেন। সুযোগ পেলেই অসহায় মানুষের দরজায় গিয়ে কড়া নাড়তেন। সাধ্যমতো সাহায্য সহযোগিতা নিয়ে এগিয়ে যেতেন। এই তো করোনাকালে মানুষ যখন ঘরবন্দি হয়ে খেয়ে না খেয়ে জীবন কাটাচ্ছিলো কবির হোসেন তখন ছুটে বেরিয়েছেন এলাকার অলিগলিতে। খাদ্যসামগ্রী থেকে শুরু করে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছেন। লকডাউনের পরেও নানাভাবে মানুষকে সহযোগিতা করেছেন। এলাকাবাসীর আপদে-বিপদে সবার আগে ছুটে যান কবির।
এদিকে এবারের নির্বাচনে বর্তমান কাউন্সিলর শেখ নাজমুল আলম সজল প্রার্থী না হওয়ার ঘোষনা দেওয়ার পর থেকেই ওয়ার্ডবাসীর মাঝে হতাশা বিরাজ করছিলো। শুধু তাই নয় কাউন্সিলর সজলকেই প্রার্থী হিসেবে পেতে সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি জানাতে থাকে তার পরিচিত সমর্থক সহ ওয়ার্ডের সাধারন জনগন। তবে সকল জল্পনা কল্পপনার অবসান ঘটিয়ে যোগ্য কাউন্সিলর প্রার্থী হিসেবে নিজের উত্তরসূরী হিসেবে বন্ধু মোঃ কবীর হোসেনকে সমর্থন দেন শেখ নাজমুল আলম সজল। তাই এবারের নির্বাচনে কাউন্সিলর শেখ নাজমুল আলম সজলের যোগ্য উত্তরসূরী হিসেবে ১৬নং ওয়ার্ডে
কাউন্সিলর পদে মোঃ কবীর হোসেনকেই যোগ্য মনে করছেন ওয়ার্ডবাসী।