নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৩নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী সায়েক শহীদ রেজা জুম্মা নামাজের পর বিভিন্ন স্থানে ভোট প্রার্থনা। জুম্মার খুতবার আগে কাউন্সিল পদপ্রার্থী সায়েক শহীদ রেজা মুসুল্লি দের উদ্যেশ্যে বলেন সবাই দোয়া করবেন আমার জন্যে, যেন পারিবারিকভাবে সমাজসেবামূলক কার্যক্রম আজীবন করে যেতে পারি এবং আপনারা জানেন আমার বড় বাবা বার বার নির্বাচিত সাবেক পৌর কমিশনার, বীর মুক্তিযোদ্ধা আফতাবউদ্দিন উদ্দিন আহমেদ কমিশনার সাহেব, এবং আমার দাদা মরহুম ভাষা সৈনিক বাদশা মিয়া সাহেব আপনাদের ওনাদের প্রতি যদি কোন আস্থা থেকে থাকে তাইলে ওনাদের উত্তরসূরী হিসাবে আমাকে আপনারা মনোনিত করবেন এবং আমি ইনশাআল্লাহ আপনাদের কে নিয়ে আমার এই এলাকায় অসমাপ্ত যতগুলা কাজ আছে সব গুলা কাজ করবো।এবং এইখানে সবাই আমার ভাই,চাচা,মামা, সবাই আছেন এলাকাবাসী সবাই, এইখানে উপস্থিত আছেন রবিউল হোসেন চাচা ওনিও আমার চাচা,আমি ওনার কাছে আবদার করবো যে ওনিও আমাকে ভোটটা দিয়ে জয়যুক্ত করেন,ইনশাআল্লাহ আমি আপনাদের পাশে থেকে আপনাদের সেবা দিয়ে যাবো। এইছাড়া গলাচিপা,চাষাড়া সহ অন্যান্য এলাকায় মুরুব্বি ও বিভিন্ন বয়সি মানুষদের লিফলেট বিতরণ করেন সায়েক শহীদ রেজা।