ঢাকার একটি মিলনায়তনে “প্রভাত ফাউন্ডেশন” কর্তৃক আয়োজিত উচ্চমাধ্যমিক বিজ্ঞান অলিম্পিয়াডের পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত ১৪-২১ নভেম্বর-২০২১ অনলাইনের মাধ্যমে অলিম্পিয়াড পরিক্ষায় তিন শতাধিক উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী অংশগ্রহণকারীদের মধ্য থেকে ১৬০ কে বাছাই করে পুরস্কার দেয়া হয়।
ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ শফিউল্লাহ এর সভাপতিত্বে ও ভাইস চেয়ারম্যান সুহিন হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও পরিবেশ বিজ্ঞানী অধ্যাপক ড. মোহাম্মদ আবদুর রব স্যার, ভূগোল ও পরিবেশ বিভাগ, ঢাবি।
প্রোগ্রামে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন হেরিটেজ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান হাফেজ রাশেদুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোহাম্মদ ইসমাইল, সহযোগী অধ্যাপক, অ্যাপ্লাইড ক্যামেস্ট্রি এন্ড কেমিক্যাল ইন্জিনিয়ারিং বিভাগ, ঢাবি। আরো উপস্থিত ছিলেন হেরিটেজ ফাউন্ডেশনের নির্বাহী সদস্য মিনহাজুল আরেফিন। প্রভাত ফাউন্ডেশনের সাবেক চেয়ারম্যান আবদুল্লাহ আল মারুফ।
ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ শফিউল্লাহ উদ্ভোধনী বক্তব্যে বলেন, আজকে তোমাদেরকে এই সার্টিফিকেট তুলে দেয়ার মধ্য দিয়ে দেশ ও জাতির নেতৃত্ব তোমাদের হাতে তুলে দিতে চাই।
এ সময় তিনি আরো বলেন, বিশ্ব নেতৃত্বের জন্য তোমরা একেকজন ইবনে সিনা ও আল বেরুনী হয়ে এই জাতিকে নেতৃত্ব দাও।
প্রধান অতিথি ড. মোহাম্মদ আবদুর রব স্যার বলেন, আমরা মানবতার মুক্তির জন্য এসেছি। মাত্র একটি জাতি বা ধর্ম নিয়ে থাকলে হবেনা, ধর্ম বর্ণ জাতের ভেদাভেদ ভুলে গিয়ে বিশ্বমানবতার জন্য কাজ করতে হবে। তিনি আরো বলেন ধর্মকে ব্যবহার করে যারা ফায়দা লুটতে চায়, ধর্মকে কটুক্তি করে কথা বলে তারা বিশ্ব মানবতা ও শান্তির জন্য হুমকি।
প্রোগ্রামে প্রধান আলোচক হাফেজ রাশেদুল ইসলাম বলেন, আমরা সে সমাজের দিকে তাকাতে চাই, যে সোনালী সমাজে মানুষ শান্তিময় পরিবেশে বসবাস করত। যেটি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপহার দিয়েছিলেন। তিনি আরো বলেন, বাংলাদেশের অনেক ধরনের অসঙ্গতি ও সমস্যা রয়েছে। কিন্তু এই সমস্যা দূর করার জন্য এই রিসোর্স গুলোকে কাজে লাগাতে ও তথ্য প্রযুক্তির সমন্বয় সাধন করতে আমাদের এগিয়ে আসার কোন বিকল্প নেই।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ড. মোহাম্মদ ইসমাইল বলেন, লক্ষ্যে পৌঁছার জন্য পরিশ্রম বা প্রচেষ্টার কোন বিকল্প নেই। আমাদের মেধাকে শানিত করতে হবে। প্রত্যন্ত অঞ্চল থেকে এসেও পরিশ্রম করলে তার ফলাফল পাওয়া যাবে।
আরো উপস্থিত ছিলেন হেরিটেজ ফাউন্ডেশনের নির্বাহী সদস্য ডাঃ মিনহাজুল আরেফিন।
অনুষ্ঠানে উপস্থিত প্রভাত ফাউন্ডেশনের সাবেক চেয়ারম্যান আবদুল্লাহ আল মারুফ বলেন
আমরা যত বড় মানুষ হচ্ছি না কেন কিন্তু ধর্ম থেকে কিছুটা বিমুখ হওয়ার কারণে আজকে নানা ধরনের ক্রাইসিস আমাদেরকে আষ্টেপৃষ্ঠে বেঁধে ফেলেছে। তাই যত ধরনের সংকট আসুক না কেন আমরা যেন গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে না দেই এই বিষয়টা মাথায় রাখা খুবই প্রয়োজন।
উক্ত অলিম্পিয়াডে,
১ম পুরস্কার ৫,০০০/- নগদ টাকা ও ক্রেস্ট
২য় পুরস্কার ৩,০০০/- নগদ টাকা ও ক্রেস্ট
৩য় পুরস্কার ৩,০০০/- নগদ টাকা ও ক্রেস্ট
৪র্থ পুরস্কার ২,০০০/- নগদ টাকা ও ক্রেস্ট
৫ম পুরস্কার ২,০০০/- নগদ টাকা ও ক্রেস্ট
৬ষ্ঠ থেকে ২৫ তম পর্যন্ত ক্রেস্ট
এছাড়া উপস্থিত ১৬০ জন ছাত্র সবাইকে অলিম্পিয়াড অংশগ্রহণের সার্টিফিকেট ও টি-শার্ট বিতরণ করা হয়।