কাউন্সিলর আয়েশা আক্তার দিনা বলেন জনপ্রতিনিধিদের সব মঞ্চে থাকতে হয়। কিন্তু যখন আমি একটি রাজনৈতিক দলের নেত্রী হিসেবে রাজপথে থাকি তখন শুধুই আমার দল আগে।লিয়াজুর রাজনীতি করলে এতদিনে টাকার পাহাড় বানাইতে পারতাম।ঐটা ছিল আমার নির্বাচিত তিনটি ওয়ার্ড এ ডিএনডির জলাবদ্ধতা নিরসনের সাড়ে ছয়শ কোটি টাকার প্রকল্পের উদ্ভদনের অনুষ্ঠানের। আমি কাউন্সিলর কিন্তু আমার মেয়রও আওয়ামিলীগ এমপিও আওয়ামিলীগ আমার কাজ করতে গেলে তাদের সাথে বসতেই পারি।কিন্তু যারা বিএনপি করে ২০১৮ সালের জাতীয় নির্বাচনে নৌকার জন্য ভোট চাইছে তাদের নিয়ে উচ্চবাচ্য করতে কেও সাহস পায়না কারন তারা পুরুষ আজ আমি নারী বলে আমাকে বিতর্কিত করার অপচেষ্টা চলছে। এই মুহুর্তে সব কিছু ভুলে বিএনপির সকলের উচিত শুধু আমাদের নেত্রী আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া কে চিন্তা করা,এর বাহিরে অন্য কিছু ভাবার অবকাশ নাই
যেখানে আমার নেত্রী চিকিৎসার অভাবে গুরুতর অসুস্থ হয়ে পরেছেন সেই চিন্তা না করে কি করে নতুন কমিটির বিপক্ষে কি করা যায় তারা সেই চিন্তায় আছে কমিটি আগে না আমার দেশনেত্রী আগে আমার প্রশ্ন তাদের কাছে।দলীয় সূত্রে জানা গেছে, জাতীয়তাবাদী মহিলা
দল নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখার ৫১সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।১৩ নভেম্বর কেন্দ্রীয় মহিলা দলের সভাপতি আফরােজা আব্বাস ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি অনুমােদন দেয়া হয়।নারায়ণগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি হিসেবে রহিমা শরীফ মায়া, সাধারণ সম্পাদক হিসেবে রুমা আক্তার এবং মহানগর মহিলা দলে সভাপতি দিলারা মাসুদ ময়না ও সাধারণ সম্পাদক হিসেবে আয়শা আক্তার দিনা।