আব্দুর রশিদ কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি:
নেত্রকোনার কলমাকান্দায় ইউপি নির্বাচনে ঝুঁকিপূর্ণ কেন্দ্রে নিরাপত্তা বাড়ানোর দাবীতে রির্টানিং কর্মকর্তা বরাবরে আবেদন করা হয়েছে। প্রতিটি ইউনিয়নে একাধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্র চিহ্নিত করে নিরাপত্তা বাড়ানোর দাবি করেছেন প্রার্থীরা।
মঙ্গলবার বিকেলে উপজেলার নাজিরপুর ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান আব্দুল কুদ্দুস বাবুল রির্টানিং কর্মকর্তা বরাবরে লিখিত আবেদনে জানান,ওই ইউনিয়নের হরিপুর,রহিমপুর,পাঁচকাঠা, নাজিরপুর, আনন্দপুর ও কান্দাপাড়া কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। কেন্দ্রগুলোতে নিরাপত্তা না বাড়ালে অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে।
স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আব্দুল কুদ্দুস বাবুল বলেন, ‘প্রতীক বরাদ্দের পর থেকে আমার নেতাকর্মীদের ওপর হামলা করা হচ্ছে। প্রচার-প্রচারণায় বাঁধা দেয়া হচ্ছে। সাধারণ ভোটারদের ভয়ভীতি দেখানো হচ্ছে। কেন্দ্রগুলোতে নিরাপত্তা না বাড়ালে অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। নির্বাচন কমিশন সহ নির্বাচনের দায়িত্বে থাকার সকলের সর্তক থাকতে অনুরোধ করছি।’
এবিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা আব্দুল লতিফ শেখ বলেন, তৃতীয় ধাপে নেত্রকোণার তিনটি উপজেলায় ইউপি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এরমধ্যে প্রতিদ্বদ্ধি প্রার্থীদের নিয়ে একাধিক সভা করা হয়েছে। কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হচ্ছে। ভোটাররা নিবিঘ্নে ভোট কেন্দ্রে ভোট দিতে পারবেন।