রাজধানীর সাইন্সল্যাব মোড়ে হাফ পাস ভাড়া বাস্তবায়ন দাবির আন্দোলনকে কেন্দ্র করে গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে।
শনিবার (২০ নভেম্বর) দুপুর ১২টায় শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে আন্দোলন করেন। হঠাৎ সড়কের উভয়পাশের ১০টিরও বেশি গাড়ি ভাঙচুর করে।
প্রত্যক্ষদর্শিরা বলেন, শিক্ষার্থীরা রাস্তায় শান্তিপূর্ণ আন্দোলন করছিল হঠাৎ করে অতিউৎসাহী কিছু শিক্ষার্থী গাড়ী লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকে।
ঢাকা কলেজের এক শিক্ষার্থী বলেন, ভাঙচুর করার পেছনে তিতুমীরের শিক্ষার্থীদের উপর যে হামলাটি হয়েছে এটিও একটি কারণ ছিল।
সবশেষ গত বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সকাল ১০টার দিকে ঢাকা কলেজের মূল ফটকের সামনের মিরপুর রোডে শিক্ষার্থীরা প্রথমে বিক্ষোভ ও পরে সড়ক অবরোধ করেন। এ সময় বেশ কয়েকটি গাড়িও আটক করেন পরবর্তীতে প্রশাসন ও শিক্ষকের সমন্বয়ে তিন দিনের আলটিমেটাম দিয়ে আন্দোলন স্থগিত করে।