আসন্ন ফতুল্লা ইউনিয়ন পরিষদের নির্বাচনে বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান খন্দকার লুৎফর রহমান স্বপনের নাম এককভাবে কেন্দ্রে পাঠানো হচ্ছে বলে জানিয়েছে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মোহাম্মদ বাদল।
আজ বুধবার (১৭ নভেম্বর) রাতে ভিপি বাদল জানান, ‘ইউনিয়নটিতে আওয়ামী লীগের একাধিক প্রার্থী ছিল। নেতা ও তৃণমূলের কর্মীদের সম্মতি ক্রমে সিদ্ধান্ত অনুযায়ী, নৌকার স্বার্থে প্রার্থী হিসেবে খন্দকার লুৎফর রহমান স্বপনের নাম পাঠানো হচ্ছে।’
উল্লেখ্য গতকাল ফতুল্লা থানা আওয়ামী লীগের জরুরী সভায় চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন চেয়েছিলেন ৭ জন। এ তালিকায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান লুৎফর রহমান স্বপন ছাড়াও ফতুল্লা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মিছির আলী, ফতুল্লা থানা যুবলীগের সভাপতি মীর সোহেল, থানা যুবলীগের সাধারণ সম্পাদক ফাইজুল ইসলাম, ফতুল্লা থানা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ফরিদ আহম্মেদ লিটন, ফতুল্লা থানা ছাত্রলীগের সভাপতি আবু মোহাম্মদ শরীফুল হক, থানা আওয়ামীলীগের সদস্য মজিবুর রহমান ছিলেন।
সুত্র জানায় তৃণমূল নেতাকর্মীর সাথে জরুরী সভার এক দিনপর বুধবার (১৭ নভেম্বর) থানা ও জেলা আওয়ামী লীগ থেকে এই প্রার্থীর নাম একক ভাবেই কেন্দ্রে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।খন্দকার লুৎফর রহমান স্বপন ফতুল্লা থানা আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন।
উল্লেখ্য সর্বশেষ ১৯৯২ সালের ৫ ফেব্রুয়ারি ফতুল্লা ইউনিয়ন পরিষদের নির্বাচন হয়েছিল। ১৯৯৬ সালে ফতুল্লা ইউনিয়নের নির্বাচন ঠেকাতে সীমানা সংক্রান্ত জটিলতা দেখিয়ে একটি মামলা করায় নির্বাচনটি থমকে যায়। ওই নির্বাচনে জয়ী চেয়ারম্যান নুর হোসেন বহু আগেই মারা গেছেন। মারা গেছেন ৫ জন সদস্যও (মেম্বার)। সংরক্ষিত আসনের একজন নারী সদস্য স্বেচ্ছায় পদত্যাগ করে চলে গেছেন অনেক আগেই। লুৎফর রহমান স্বপন নামে (মেম্বার) সদস্য দীর্ঘদিন ধরেই ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন। অবশেষে ইউনিয়নটিতে ২৩ ডিসেম্বর ভোটের দিন ঘোষণা করা হয়। আজ এক ঘোষণায় জানানো হয় ইভিএম এ হবে এই ইউনিয়নের ভোট।