ডেস্ক নিউজ :
নারায়ণগঞ্জ সদর থানা আওয়ামী লীগের নানান কর্মকাণ্ডে বিতর্কিত সাধারণ সম্পাদক মোহাম্মদ উল্লাহ আল মামুন আজ সোমবার ১৫ নভেম্বর তার ফেইসবুক পোস্টে লিখেন:( নিচে তা হুবহুব তুলে ধরা হলো)
নারায়ণগঞ্জ সদর থানার অধিনস্থ গোগনগর ইউনিয়ন পরিষদের ঘটে যাওয়া নির্বাচনে যারা নৌকা প্রতিকের পক্ষে আওয়ামীলীগ এর তৃনমূল এর কর্মীরা কাজ করেছেন আর সেই সকল তৃনমূল এর কর্মীদে উপর বিজয়ী হওয়া সতন্ত্র পার্থীর লোকজন চুল পরিমান খারাপ আচরন বা কোন প্রকার হামলা করতে পারবেন না। যদি কোন ব্যাক্তি আমাদের গোগনগর ইউনিয়নের আওয়ামীলীগ এর কোন কর্মীর উপর যদি কোন প্রকার খারাপ আচরন বা হামলা করা হয় তাহলে তাকে কোন প্রকার ছাড় দেয়া হয়ে না। সে যেই হউক তার বিরুদ্ধে আমরা নারায়ণগঞ্জ সদর থানা আওয়ামীলীগ কঠিন ব্যাবস্থা নিতে বাধ্য হবো।
উল্লেখ্য ৯ নভেম্বর নারায়ণগঞ্জ সদর থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লা আল মামুনকে দল থেকে স্থায়ীভাবে বহিস্কার করা হয়েছে। ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়ে জেলা আওয়ামীলীগের দুই শীর্ষ নেতার বিরুদ্ধে কু-রুচিপূর্ণ মন্তব্য করাসহ নানা কারণ দেখিয়ে তাকে বহিস্কার করা হয় বলে জানিয়েছেন জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই ও সাধারণ সম্পাদক আবু হাসনাত শহিদ মো: বাদল।
৯ নভেম্বর সাক্ষরিত আল মামুনকে দেয়া চিঠিতে উল্লেখ করা হয়, আপনি নারায়ণগঞ্জ সদর থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের মতো একটি গুরুত্বপূর্ণ পদে থেকে ইদানিং নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধাণ সম্পাদকের বিরুদ্ধে কুরুচিপূর্ন বক্তব্য বিবৃতি দিয়ে দলেল ভাবমূর্তি নষ্ট করছেন। আপনি নিজে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থীর পক্ষে প্রতিদিন ব্যাপক প্রচারণা চালিয়ে যাচ্ছেন। মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী কর্মকান্ডে নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের তৃণমুলের কর্মীদের মাঝে আপনার বিরুদ্ধে ক্ষোভের সৃষ্টি হয়েছে।