মোঃ আলী,ঝিনাইদহ প্রতিনিধিঃ
জীম ছাড়া শরীর চর্চা সম্ভব না এমন টা সবাই মনে করেন।এই সব গতানুগতিক ধারার বাইরে যেয়ে নিজ চেষ্টায় এক অন্যন দৃষ্টান্ত সৃষ্টি করেছেন ঝিনাইদহ জেলার শৈলকূপা থানার শ্রীপুর গ্রামের যুবক এপি পলাশ।পরিত্যক্ত ফেলে দেওয়া বাঁশ, বোতল, লোহা,কাঠ, ইট অন্যান্য সরঞ্জামাদি দিয়ে জিমের যন্ত্রপাতি তৈরি করে এবং গ্রামের যুবকদের নিয়ে গড়ে তুলেছেন বিনা খরচের জিম।যেখানে গ্রামের তরুন সমাজ দের নিয়ে চলে শরীর সুস্থ রাখার কৌশল রপ্ত করা।তার এই উদ্যোগ এলাকা বাসী সহ দেশে বাসীর নিকট খুব জনপ্রিয় হয়েছে। পলাশ মনে করেন একটি সুস্বাস্থ্য জাতি গঠনে শরীর চর্চার কোনো বিকল্প নেই।
এপি পলাশ মনে করেন সাধারণ মানুষ ও যুব সমাজ শরীর চর্চায় আগ্রহী হলে দেশ কে মাদকের হাত থেকে রক্ষা করা সম্ভব।