নারায়ণগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান বলেন, বর্তমান ডিজিটাল বাংলাদেশ ব্যবসা বাণিজ্য চলছে। ডিজিটাল বাংলাদেশ যদি না হতো সমস্ত ব্যবসা বন্ধ হয়ে যেত। এই ডিজিটাল ব্যবস্থার কৃতিত্ব মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভবিষ্যৎ প্রজন্ম করতে হলে শিক্ষার বিকল্প নেই।
শিক্ষার মানোন্নয়নে শেখ হাসিনা সরকার বারবার দরকার বলে তিনি জানান।
শনিবার দুপুরে নারায়ণগঞ্জ কলেজে বিশ্ববিদ্যালয়ের আদলে আধুনিক শিক্ষা গড়ে তোলার লক্ষ্যে চেম্বার অফ কমার্স, বিকেএমইএ বিশ্বব্যাংকের অর্থায়ন ও শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা ও উন্নয়ন প্রকল্পের আওতায় প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে শেখ কামাল ভবন, আইসিটি ভবন, শীতাতপ নিয়ন্ত্রিত স্মার্ট ক্লাসরুম, ই লাইব্রেরী, সিইডিপি সাব রেজিস্ট্রার অফিস, বঙ্গবন্ধু ও মুজিব কর্নার, দুটি লিফট ভার্চুয়াল স্টুডিও, ৪০০ আসনের মিলনায়তন,অ্যাক্যাডেমি সংস্কার, শ্রেণিকক্ষের আধুনিকীকরণ সহ ১১ টি প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সেলিম ওসমান এ কথা বলেন।
কলেজের কলেজের গভর্নিং বডির সভাপতি মোহাম্মদ হাতেম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ, চেম্বার অফ কমার্সের সভাপতি খালেদ হায়দার খান কাজল, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী এসএম সাফিন আহমেদ, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফজলুল হক রোমান রেজা।